যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-ফ্রান্সের ঘাঁটিতে হামলার হুমকি ইরানের
শনিবার, ১৪ জুন, ২০২৫ ০৫:২৭ পিএম | আপডেট: শনিবার, ১৪ জুন, ২০২৫ ০৫:২৭ পিএম

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। এসব দেশ যদি ইসরায়েলের ওপর হামলা ঠেকাতে সাহায্য করে, তাহলে এই অঞ্চলে তাদের ঘাঁটি ও জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বরাতে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।
ইরানের আধাসরকারি মেহর নিউজ এজেন্সি সরকারের একটি বিবৃতির বরাত দিয়ে বলেছে, যেকোনো দেশ ইসরায়েলের ওপর ইরানি হামলা প্রতিহত করতে অংশ নেবে, সেই দেশের সব আঞ্চলিক ঘাঁটি, যার মধ্যে পারস্য উপসাগরীয় দেশগুলোর সামরিক ঘাঁটি এবং পারস্য উপসাগর ও লোহিত সাগরের জাহাজ ও নৌযান অন্তর্ভুক্ত, ইরানি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
শুক্রবার ভোরে ইসরায়েলি হামলার এক দিনেরও কম সময়ের মধ্যে তেহরান প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। এই হামলা ঠেকাতে যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অংশ নেয়নি বলে মনে করা হচ্ছে।
ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ব্রিটিশ সরকার তেহরানে তাদের দূতাবাসের কর্মীদের নিরাপত্তা পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। কারণ তারা প্রতিশোধের মুখোমুখি হতে পারে বলে আশঙ্কা করছে।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা ইরানের রাজধানীতে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে।
এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইরানকে নতুন হামলা নিয়ে হুঁশিয়ার করেছেন। তিনি বলেছেন, ইরান যদি ইসরায়েলে আর ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তবে পাল্টা হামলা চালিয়ে তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে।
কাৎজকে উদ্ধৃত করে এক বিবৃতিতে বলা হয়, ইরানের স্বৈরশাসক দেশটির সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন। তিনি এমন পরিস্থিতি তৈরি করছেন, যার জন্য ইসরায়েলের সাধারণ মানুষদের—বিশেষ করে তেহরানের বাসিন্দাদের চড়া মূল্য দিতে হবে।
আরও পড়ুন
- দেশত্যাগ করতে চাওয়া বিদেশিদের ভিসানীতি শিথিল করলো নেপাল
- একদিনে গাজায় অনাহারে প্রাণ গেল শিশুসহ আরও ৭ জনের
- একদিনে গাজায় আরও ৭২ ফিলস্তিনিকে হত্যা করল ইসরায়েল
- বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী
- কারফিউ উপেক্ষা করে আজও রাস্তায় নেপালের বিক্ষোভকারী তরুণরা
- নেপালে জেন-জি বিক্ষোভে নিহত বেড়ে ১৪
- নাইজেরিয়ায় জঙ্গি হামলায় ৫৫ জন নিহত
- ট্রাম্পবিরোধী আন্দোলনে উত্তাল ওয়াশিংটসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর