অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ফারুকের
সোমবার, ২ জুন, ২০২৫ ১১:০৫ এএম | আপডেট: সোমবার, ২ জুন, ২০২৫ ১১:০৫ এএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে অপসারণের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ। রোববার হাইকোর্টে দায়ের করা ওই রিটে শুধু তার অপসারণ নয়, নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তও চ্যালেঞ্জ করা হয়েছে।
রিটকারীর আইনজীবী মো. রুহুল কুদ্দুস সাংবাদিকদের বলেন, ফারুক আহমেদ রিটটি দায়ের করেছেন। রিটের ওপর আজ সোমবার শুনানি হতে পারে।
এর আগে গত বৃহস্পতিবার বিপিএল-সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদন এবং নয় পরিচালকের মধ্যে আটজনের অনাস্থার ভিত্তিতে ফারুক আহমেদের পরিচালক পদ বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এর ফলে স্বয়ংক্রিয়ভাবে বিসিবি সভাপতির পদও হারান তিনি।
পরদিন শুক্রবার বিসিবি পরিচালনা পর্ষদের সভায় সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরিচালকদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়।
দেশের ক্রিকেট ইতিহাসে ১৭তম বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন আমিনুল। ফারুক আহমেদের পর তিনি হলেন দ্বিতীয় সাবেক ক্রিকেটার, যিনি দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সভাপতির দায়িত্বে এলেন।
গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিসিবির সাবেক পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমের জায়গায় ফারুক আহমেদ ও নাজমূল আবেদীনকে বিসিবির পরিচালক হিসেবে মনোনয়ন দেয় এনএসসি। পরে বোর্ড সভায় পরিচালকদের ভোটে ফারুক আহমেদ সভাপতি নির্বাচিত হন।
আরও পড়ুন
- ব্যাট হাতে ইতিহাস গড়লেন লিটন
- অবসরের ঘোষণা দিলেন মিচেল স্টার্ক
- বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা তামিমের
- নেইমারকে ছাড়াই ব্রাজিল দল ঘোষণা
- আরাফাত রহমান কোকো: এক নিভৃতচারী অমর ক্রীড়াশিল্পী : ড. মোর্শেদ হাসান খান
- এমবাপ্পেই পাচ্ছেন রিয়ালের ১০ নম্বর জার্সি
- সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
- পাকিস্তানকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু টাইগারদের