1. »
  2. আন্তর্জাতিক

হাইপারসনিক মিসাইল দিয়ে ফের ইসরায়েলি বিমানবন্দরে হুথিদের হামলা

বিডি প্রেস ডেস্ক রিপোর্ট শুক্রবার, ৩০ মে, ২০২৫ ০৪:৪৩ পিএম | আপডেট: শুক্রবার, ৩০ মে, ২০২৫ ০৪:৪৩ পিএম

হাইপারসনিক মিসাইল দিয়ে ফের ইসরায়েলি বিমানবন্দরে হুথিদের হামলা

গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান আগ্রাসনের জবাবে ইয়েমেনি হুথি আন্দোলন আরেকটি ইসরায়েল-বিরোধী অভিযান পরিচালনা করেছে। ইসরায়েলি সরকারের বেন গুরিওন বিমানবন্দরকে লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। শুক্রবার (৩০ মে) এক প্রতিবেদনে মেহের নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।

সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি পুনরায় নিশ্চিত করেছেন, ইসরায়েলি আগ্রাসন শেষ না হওয়া এবং গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের জনগণের প্রতি ধর্মীয়, নৈতিক এবং মানবিক দায়িত্ব পালন অব্যাহত রাখবে ইয়েমেন।

তিনি আরও প্রতিশ্রুতি দেন, সশস্ত্র বাহিনী ইয়েমেনের ওপর যে কোনো ইসরায়েলি আক্রমণের জবাব দেবে প্রতিশোধমূলক অভিযান চালাবে। যার মধ্যে আছে বেন গুরিওন বিমানবন্দরে হামলা।

ইয়াহিয়া সারি আরও বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের গভীরে ইহুদিবাদী সত্তার বিরুদ্ধে ক্রমবর্ধমান গতিতে প্রতিশোধমূলক অভিযান চালিয়ে যাবে। গাজা উপত্যকার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে ইয়েমেনি বাহিনী তাদের প্রতিশোধমূলক অভিযান ত্যাগ করবে না, যতক্ষণ না চলমান আগ্রাসন বন্ধ হয় এবং কঠোর অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়।


গাজায় গণহত্যার যুদ্ধ তীব্রতর হওয়ার সঙ্গে সঙ্গে ইয়েমেনিরা গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোতে কৌশলগত অবরোধ আরোপ করে। এর উদ্দেশ্য ছিল ইসরায়েলে সামরিক সরবরাহ সরবরাহে বাধা সৃষ্টি করা এবং গাজায় চলমান মানবিক জরুরি অবস্থার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো।