1. »
  2. রাজনীতি

জনগণ নির্বাচিত ও জবাবদিহিতামূলক সরকার চায় : নজরুল ইসলাম

শনিবার, ২৪ মে, ২০২৫ ০৮:৫৩ পিএম | আপডেট: শনিবার, ২৪ মে, ২০২৫ ০৮:৫৩ পিএম

জনগণ নির্বাচিত ও জবাবদিহিতামূলক সরকার চায় : নজরুল ইসলাম

জনগণ একটি নির্বাচিত ও জবাবদিহিতামূলক সরকার চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 

আজ শনিবার বগুড়ায় বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল আয়োজিত যৌথ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। 

নজরুল ইসলাম খান বলেন, “তরুণ্যের সমাবেশ আমাদেরকে নতুন করে আশা জাগায়। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে স্বপ্ন আমরা দেখছি, সেটি তরুণদের মাধ্যমেই বাস্তবায়ন হবে। জনগণ নির্বাচিত ও জবাবদিহিতা মূলক সরকার চায়।”

তিনি বলেন, “যদি শ্রমিক, যুবক, ছাত্র, নারী সকল শ্রেণির মানুষ তাদের ন্যায্য অধিকার না পায়, তাহলে আমাদের জীবন উৎসর্গ বৃথা হয়ে যাবে। ৭১, ৯০ কিংবা ২০২৪ সালে যারা শহীদ হয়েছেন, তাদের ঋণ পরিশোধের একমাত্র পথ হলো গণতন্ত্র প্রতিষ্ঠা। আমাদের বিজয় বারবার ছিনিয়ে নেওয়া হয়েছে, আর তাই এখন সময় এসেছে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার।”

নজরুল ইসলাম খান বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার স্থায়ী সরকার নয়। আপনারা আগের ও পরের সরকারের মাঝখানে আছেন। দায়িত্ব শেষ করে সরে যেতে হবে। জনগণ একটি নির্বাচিত সরকার চায়, দায়বদ্ধ সরকার চায়।”

তিনি আরও বলেন, “যারা সংস্কারের কথা বলেন- তারা ৩১ দফার বাইরেই কিছু বলছেন না। সংস্কার দরকার, তবে সেই সংস্কার জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য হতে হবে।”

দ্রুত নির্বাচনে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, “ডিসেম্বরে নির্বাচন করতে কী সমস্যা? যারা বলছেন পরে নির্বাচন করতে হবে, তারা বলেন না কেন? কিছু দল সংগঠিত হতে চায়, এজন্য কি আমরা জনগণের সময় নষ্ট করব? জনগণ আর অপেক্ষা করতে রাজি নয়।”

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস একজন গুণী মানুষ, আমাদের কোনো ব্যক্তিগত আপত্তি নেই। কিন্তু নাতির বয়সী ছেলেদের উপদেষ্টা করায় কিছু ভুল হচ্ছে, যা এখনই সংশোধন করা প্রয়োজন।”

বন্দর ও মানবিক করিডোর দেওয়ার বিষয়ে ক্ষোভ জানিয়ে তিনি বলেন, “চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। বাংলাদেশে কি যোগ্য লোক নেই? মানবিক করিডোরের নামে বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এসব নিয়ে রাজনৈতিক দলগুলো কথা বললেই ক্ষোভ ঝাড়ছেন কেউ কেউ।”

তিনি বলেন, “শেখ হাসিনা অনেক উন্নয়নের কথা বলেছেন, কিন্তু তরুণদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করেননি। আজকের এই তরুণদের জাগরণই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শক্তি হয়ে উঠবে।”

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবকদল সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চলনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবকদল সভাপতি এস এম জিলানী প্রমুখ। 

সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থানীয় নেতারা। 

বক্তারা বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে তরুণরাই হবে প্রথম সারির যোদ্ধা।