1. »
  2. রাজনীতি

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে মৎস্য ভবন এলাকায় চরম বিক্ষোভ

বুধবার, ২১ মে, ২০২৫ ১১:৪৪ এএম | আপডেট: বুধবার, ২১ মে, ২০২৫ ১১:৪৪ এএম

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে মৎস্য ভবন এলাকায় চরম বিক্ষোভ

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদ বুঝিয়ে দেয়ার দাবিতে আজও বিক্ষোভ করছেন তার সমর্থকরা। 

টানা সপ্তম দিনের মতো বুধবার সকাল থেকে রাজধানীর মৎস্য ভবন এলাকায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। এ সময় সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।   

‘ঢাকার মাটি, ইশরাক ভাইয়ের ঘাঁটি’, ‘আমার ভাই তোমার ভাই, ইশরাক ভাই ইশরাক ভাই’, ‘দুর্দিনের ইশরাক ভাই, আমরা তোমার ভুলি নাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা। ইশরাকের বিপুল পরিমাণ সমর্থক রাস্তার ওপর বসে পড়েছেন। এতে আশ-পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গছে।

উল্লেখ্য, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭শে মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭শে এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তবে এখনো পর্যন্ত তার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি। শপথ দিতে বিলম্ব করায় ইশরাক হোসেনের সমর্থকরা ‘নগরবাসী’ ব্যানারে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।