1. »
  2. বিনোদন

আমিরের নতুন সিনেমা বয়কটের ডাক

বুধবার, ১৪ মে, ২০২৫ ০১:৩৩ পিএম | আপডেট: বুধবার, ১৪ মে, ২০২৫ ০১:৩৩ পিএম

আমিরের নতুন সিনেমা বয়কটের ডাক

পান দিয়ে চুন খসলেই বলিউডে সিনেমা বয়কটের ঘটনা ঘটে এটা নতুন কিছু নয়। এর আগে শাহরুখ খান, সালমান খান মতো তারকার ছবিও আক্রান্ত হয়েছে। অবশেষে এবার সেই বিপাকে পরলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। 

অভিনেতার মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘সিতারে জামিন পার’-এর বয়কটের ডাক দিয়েছেন দেশটির নাগরিকরা। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।

দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় বলিউড, টলিউড, দক্ষিণী তারকারা একযোগে প্রতিবাদে সরব হয়েছিলেন। সেই তালিকায় শাখরুখ, সালমান নাম থাকলেও নিরব ছিলেন আমির খান। তাই মিস্টার পারফেকশনিস্টের ওপর ক্ষোভে ফুঁসছেন তার সমালোচকরা।

উল্লেখ্য, ২০১৭ সালে ‘সিক্রেট সুপারস্টারে’র পর থেকে আমিরের কোনো ছবি আলোর মুখ দেখেনি। ‘লালা সিং চাড্ডা’ ও ‘থাগস অব হিন্দুস্তান’ ছবি দুইটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তবে ‘তারে জামিন পার’-এর সিক্যুয়েল ছবি নিয়ে বেশ আলোচনা হয়েছে। মনে করা হচ্ছিল এই ছবিটি আমিরের ক্যারিয়ারের পুনর্জন্মে সাহায্য করতে পারে। তবে তাও অনেকটাই অনিশ্চিত। ট্রেলার মুক্তির পর থেকেই ছবিটি বয়কটের দাবিতে সরগরম নেটদুনিয়া।