1. »
  2. জাতীয়

বিএসএফ ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

শনিবার, ৩ মে, ২০২৫ ১১:৩০ এএম | আপডেট: শনিবার, ৩ মে, ২০২৫ ১১:৩৬ এএম

বিএসএফ ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাথে পতাকা বৈঠকের মাধ্যমে ওই দু’জনকে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে তাদের ফেরত দেয়া হয়েছে। আটক বাংলাদেশীদের ফেরত নেয়ার আগে বিজিবি তাদের স্বাস্থ্য পরীক্ষা করেছে।

বিএসএফের হাতে আটক হওয়া ওই দুই বাংলাদেশী হলেন পাটগ্রাম উপজেলার মোস্তাক হোসেনের ছেলে এসএসসি পরীক্ষার্থী রিমন। ও তার মামা সাজেদুল ইসলাম।

এর আগে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাটিয়ারপাড় সীমান্তের ৮২৫ নম্বর সাব-পিলারের কাছ থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।

বিজিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক সীমান্তের ৮২৫ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাবপিলার-সংলগ্ন এলাকায় কাঁটাতারের বেড়ার ওপারে অবস্থিত একটি ভারতীয় চা বাগানের পাশ থেকে ভিডিও ধারণ করছিলেন রিমন ও সাজেদুল। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। ঘটনার পরপরই বিজিবি দ্রুত পদক্ষেপ নেয় এবং বিএসএফের সাথে যোগাযোগ করে।

এরপর পতাকা বৈঠকের মাধ্যমে আটক হওয়ার প্রায় আট ঘণ্টা পর তাদের ফিরিয়ে আনা হয়।

ফেরত আসা রিমন ও সাজেদুল জানান, দেশে ফিরে আসার পর তাদেরকে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর দ্রুত দুই বাংলাদেশীকে নিরাপদে ফিরিয়ে আনায় বিজিবিকে আন্তরিক ধন্যবাদ জানায় এলাকাবাসী ও ভুক্তভোগীদের পরিবার।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জিল্লুর রহমান বলেন, বিজিবি ভারতীয় বিএসএফকে বৈঠকের আহ্বান জানালে তাতে সাড়া দিয়ে বিএসএফের হেফাজতে থাকা ওই দু’জনকে রাতে ফেরত দেয়া হয়।