ভারতে মন্দিরে পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু
শনিবার, ৩ মে, ২০২৫ ১০:৪০ এএম | আপডেট: শনিবার, ৩ মে, ২০২৫ ১০:৪২ এএম

ভারতের গোয়ায় একটি মন্দিরে পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো ১৮ জন ভক্ত।
আজ শনিবার ভোরে শ্রীগাওয়ের লায়রাই মন্দিরে বার্ষিক শোভাযাত্রায় এ ঘটনা ঘটে।
উত্তর গোয়ার পুলিশ সুপার অক্ষত কৌশল জানিয়েছেন, গোয়ার শ্রীগাওয়ের লায়রাই দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২ জন নারীও আছেন। আহত ভক্তদের উত্তর গোয়া জেলা হাসপাতাল এবং গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত নিজে হাসপাতালে গিয়ে আহত ভক্তদের সঙ্গে দেখা করেছেন। তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
জানা যায়, শুক্রবার গভীর রাত থেকে ওই মন্দিরের বার্ষিক শোভাযাত্রা উপলক্ষে বহু মানুষ জড়ো হয়েছিলেন। সেখানেই ভিড়ের চাপে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। ভোরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
অনেকে ভিড়ের ঠেলায় পড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটে।
গোয়ার শ্রীগাও গ্রামের লায়রাই দেবী মন্দিরে প্রতি বছর বার্ষিক শোভাযাত্রা হয়। এই যাত্রায় যোগ দেওয়ার জন্য দূরদূরান্ত বহু মানুষ শ্রীগাওয়ে ভিড় করেন। শুক্রবার রাত থেকে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছিল সেখানে। তবে ঠিক কী কারণে কখন হুড়োহুড়ি শুরু হয়েছে তা এখনো স্পষ্ট নয়। খবর হিন্দুস্তান টাইমসের।
আরও পড়ুন
- দেশত্যাগ করতে চাওয়া বিদেশিদের ভিসানীতি শিথিল করলো নেপাল
- একদিনে গাজায় অনাহারে প্রাণ গেল শিশুসহ আরও ৭ জনের
- একদিনে গাজায় আরও ৭২ ফিলস্তিনিকে হত্যা করল ইসরায়েল
- বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী
- কারফিউ উপেক্ষা করে আজও রাস্তায় নেপালের বিক্ষোভকারী তরুণরা
- নেপালে জেন-জি বিক্ষোভে নিহত বেড়ে ১৪
- নাইজেরিয়ায় জঙ্গি হামলায় ৫৫ জন নিহত
- ট্রাম্পবিরোধী আন্দোলনে উত্তাল ওয়াশিংটসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর