আ'লীগের সহায়তায় ভারতীয় মিডিয়া অপতথ্য ছড়াচ্ছে : প্রেস সচিব
শুক্রবার, ২ মে, ২০২৫ ০২:৪১ পিএম | আপডেট: শুক্রবার, ২ মে, ২০২৫ ০৫:৪৪ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতীয় গণমাধ্যমগুলো প্রতিদিন ভয়ঙ্কর অপতথ্য ছড়াচ্ছে এবং তাদের এ কাজে আওয়ামী লীগ সহায়তা করছে।
শুক্রবার (২ মে) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে ‘গণমাধ্যমের চ্যালেঞ্জ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, গত ১৫ বছরে কীভাবে মিথ্যা ও অপসাংবাদিকতা করা হয়েছে, তা জাতিসংঘের কাছে জানানো হবে। সরকারের পক্ষ থেকে তদন্ত প্রতিবেদন চাওয়া হবে।
সাংবাদিকদের প্রসঙ্গে শফিকুল আলম বলেন, এটা সাংবাদিকদের জন্য সবচেয়ে ভালো সময়। কোনো সংবাদমাধ্যম কিংবা প্রেস সরকার বন্ধ করেনি। সবাই স্বাধীনভাবে কাজ করছে।
তিনজন সাংবাদিক চাকরি হারানোর বিষয়ে তিনি বলেন, সরকার এর সঙ্গে জড়িত নয়। কোনো সাংবাদিকের ছাঁটাইয়ে সরকারের ভূমিকা নেই।
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিষয়ে তিনি বলেন, এ আইনের মাধ্যমে সাংবাদিকতাকে অবরুদ্ধ করা হয়েছে বলা হলেও, বাস্তবে মিডিয়া এখন যা ইচ্ছে তাই করছে। সাংবাদিকরা এখন মুক্তভাবে লিখতে পারছেন।
তিনি আরও বলেন, বিপ্লবের পর বাংলাদেশে কোনো মিডিয়া বন্ধ হয়নি। অথচ অন্যান্য দেশে এমন অনেক উদাহরণ রয়েছে।
আরও পড়ুন
- আ'লীগের গোপন বৈঠকে থাকা সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন
- ফিলিস্তিনিদের রক্ষায় যুদ্ধবিরতির আহ্বান বাংলাদেশের
- নির্বাচন কমিশনের ৭১ কর্মকর্তাকে বদলি
- স্বাস্থ্যখাতের টেকসই সংস্কারে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা
- ‘ওদের গুলি করো’, আল জাজিরার ইনভেস্টিগেশনে হাসিনার সব ফোনালাপ ফাঁস
- শিক্ষিকা মেহরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা নিবেদন
- স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
- ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্য আরও বেশি দৃশ্যমান করতে হবে: প্রধান উপদেষ্টা