1. »
  2. আন্তর্জাতিক

চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ ০৪:৫৯ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ ০৪:৫৯ পিএম

চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২

উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং শহরের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে লিয়াওনিং শহরে আগুন লাগে।

সিনহুয়া এবং সিসিটিভি জানিয়েছে, চীনের প্রেসিডন্ট শি জিনপিং আহতদের চিকিৎসা, ক্ষতিগ্রস্তদের পরিবারকে সহায়তা এবং আগুনের কারণ তদন্তে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।

তবে তদন্তকারীরা এখনো আগুন লাগার কারণ জানতে পারেননি।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে যে দুই বা তিন তলা ভবনের জানালা এবং দরজা থেকে বিশাল আগুনের শিখা বের হচ্ছে।