প্রাইম বিশ্ববিদ্যালয়ের পারভেজ হত্যায় প্রধান আসামি পাঁচ দিনের রিমান্ডে
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ১১:০৭ এএম | আপডেট: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ১১:০৭ এএম

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় এজাহারনামীয় প্রধান আসামি মেহেরাজ ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিন আদালতে আসামিপক্ষের আইনজীবী বলেন, অন্য আসামিদের বন্ধু হওয়ায় মেহেরাজকে এ মামলায় জড়ানো হয়েছে।
গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালতে এ মন্তব্য করেন তিনি। এদিন বিকাল ৩টায় আসামিকে আদালতে হাজির করে পুলিশ। আদালতে মেহেরাজকে হতাশাগ্রস্ত, বিধ্বস্ত ও অনুতপ্ত অবস্থায় দেখা যায়। আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়েন তিনি। তবে কোনও কথা বলেননি। আদালতে ওঠা ও নামার সময়ও কাঁদতে দেখা যায় মেহেরাজকে।
মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক মইন উদ্দিন ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আসামিপক্ষের আইনজীবী এম এ মালেক তালুকদার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, এ ঘটনায় এর আগেও কয়েকজন আসামি গ্রেফতার হয়ে রিমান্ডে আছে। দুজন আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়ে জানিয়েছে, এ ঘটনা কারা সংঘটিত করেছে। মেহেরাজ এ ঘটনার সময় ঘটনাস্থলে ছিল না। ঘটনার ভিডিও ফুটেজেও তাকে দেখা যায়নি। অন্যান্য আসামি তার বন্ধু হওয়ায় তাকে অনুমান-ভিত্তিক এ মামলায় জড়ানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে জেল গেইটে জিজ্ঞাসাবাদ দিতে পারেন।
পরে বিচারক মেহেরা মাহবুবের আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন
- ডা. নিতাই হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
- সিলেটে সাদা পাথর লুটের তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট
- মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা আপিলে খালাস
- সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে
- আবু সাইদ হত্যা : ৬ আসামি ট্রাইব্যুনালে
- আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ
- দুপুরের পর থেকে বন্ধ থাকবে হাইকোর্টের বিচারকাজ
- জুলাই গণহত্যার দায়ে আনিসুলসহ ট্রাইব্যুনালে ৩৯ আসামি