আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক
মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ ০৫:৩৬ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ ০৫:৩৬ পিএম

নির্বাচনী রোডম্যাপসহ বিভিন্ন বিষয় নিয়ে কাল বুধবার (১৬ এপ্রিল) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি। প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর ১২টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি মহাসচিবসহ দলের বেশ কয়েকজন নেতা এতে অংশ নিবেন।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা সাক্ষাৎ করবেন।
এছাড়াও বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ৩টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিএনপি সময় চেয়েছে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। ড. ইউনূসের সঙ্গে আলোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে দল। সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা জরুরি।
আরও পড়ুন
- জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ আল আমিনের পাশে সাবেক এমপি লায়ন হারুন
- প্রশাসক নিয়োগে হস্তক্ষেপসহ নানান অভিযোগে তানভীরকে সাময়িক অব্যহতি দিল এনসিপি
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায় জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টি
- প্রাইম এশিয়ার পারভেজ হত্যা, বিচারের দাবিতে শেকৃবি ছাত্রদলের মানববন্ধন
- নসরুল হামিদের ফ্ল্যাট-গাড়ি ও ৩৭ কোটি টাকা জব্দের নির্দেশ
- ট্রাম্প-সি-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না : মির্জা ফখরুল
- শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ
- সংবিধান সংস্কারের ২৫ প্রস্তাবে একমত বিএনপি