নাটোরে মালখানায় চুরির ঘটনায় পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৮
মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ ১২:৩০ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ ১২:৩০ পিএম

নাটোরে আদালতের মালখানায় চুরির ঘটনায় এক পুলিশ সদস্যসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে তিন পরিচ্ছন্নতাকর্মী আকাশ, বাতাস ও বদু।
গতকাল সোমবার (১৪ এপ্রিল) তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে গত বৃহস্পতিবার মালখানার তালা ভেঙে ৬১ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার ও ৫৮ ভরি রূপা নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার পর তদন্ত শুরু করে পুলিশ। সম্পৃক্ততা মেলে পুলিশ কনস্টেবল আল আমিন, পরিচ্ছন্নতা কর্মী বদু, আকাশ ও বাতাসের।
পরে রাজশাহীর নওহাটা এলাকায় আল আমিনের বাসায় অভিযান চালিয়ে ৩৬ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। এর আগে অভিযান চালিয়ে মালখানা সংলগ্ন সার্কিট হাউজের ড্রেন থেকে ২৪ লাখ ৬৫ হাজার টাকা, স্বর্ণ ও রূপা উদ্ধার করা হয়।
জেলা ডিবির পরিদর্শক নজরুল ইসলাম জানান, আল আমিনের গোদাগাড়ির ভাড়া বাসা থেকে ৩৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মোট টাকার পরিমাণ ৬১ লাখ ছাড়িয়েছে। এ ছাড়া চুরি হওয়া প্রায় ৬২ লাখ টাকার সোনা ও রুপার অলংকারও উদ্ধার করা হয়েছে, তদন্ত চলছে।
আরও পড়ুন
- ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা
- মৌলভীবাজার সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৪৮ জনকে পুশইন বিএসএফের
- ঢাকাসহ দেশের নয় অঞ্চলে ৬০ কিমি. বেগে ঝড়ের আভাস
- বান্দরবানে সেনা অভিযান : কেএনএ কমান্ডারসহ নিহত ২
- সারাদেশে ইলিশের দাম নির্ধারণে উদ্যোগ নিচ্ছে সরকার
- দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস
- গুলশান-উত্তরা থানার ওসিসহ ডিএমপির ৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
- আলোচিত তালগাছ কেটে শতাধিক বাবুইছানা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার