নাটোরে মালখানায় চুরির ঘটনায় পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৮
মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ ১২:৩০ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ ১২:৩০ পিএম

নাটোরে আদালতের মালখানায় চুরির ঘটনায় এক পুলিশ সদস্যসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে তিন পরিচ্ছন্নতাকর্মী আকাশ, বাতাস ও বদু।
গতকাল সোমবার (১৪ এপ্রিল) তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে গত বৃহস্পতিবার মালখানার তালা ভেঙে ৬১ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার ও ৫৮ ভরি রূপা নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার পর তদন্ত শুরু করে পুলিশ। সম্পৃক্ততা মেলে পুলিশ কনস্টেবল আল আমিন, পরিচ্ছন্নতা কর্মী বদু, আকাশ ও বাতাসের।
পরে রাজশাহীর নওহাটা এলাকায় আল আমিনের বাসায় অভিযান চালিয়ে ৩৬ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। এর আগে অভিযান চালিয়ে মালখানা সংলগ্ন সার্কিট হাউজের ড্রেন থেকে ২৪ লাখ ৬৫ হাজার টাকা, স্বর্ণ ও রূপা উদ্ধার করা হয়।
জেলা ডিবির পরিদর্শক নজরুল ইসলাম জানান, আল আমিনের গোদাগাড়ির ভাড়া বাসা থেকে ৩৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মোট টাকার পরিমাণ ৬১ লাখ ছাড়িয়েছে। এ ছাড়া চুরি হওয়া প্রায় ৬২ লাখ টাকার সোনা ও রুপার অলংকারও উদ্ধার করা হয়েছে, তদন্ত চলছে।
আরও পড়ুন
- ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সাতরাস্তা মোড় অবরোধ
- রংপুরে যাত্রীবাহী ৬ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
- অতি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪টি গেট
- দেশের বিভিন্ন স্থানে আজও বজ্রবৃষ্টির সম্ভাবনা
- স্মরণকালের সর্বোচ্চ সংখ্যক দর্শকদের উপস্থিতিতে সম্পন্ন সূচনা কালিহাতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
- ২৪ ঘন্টার মধ্যে সারাদেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস
- টানা তৃতীয় দিনের অবরোধে ঢাকার সাথে ২১ জেলার যান চলাচল বন্ধ
- দেশজুড়ে বৃষ্টির আভাস, থাকছে ভারী বর্ষণের শঙ্কা