কোলের শিশুকে জিম্মি করে গৃহবধূকে দফায় দফায় গণধর্ষণ
শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ১১:৩৮ এএম | আপডেট: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ১১:৩৮ এএম

নারায়ণগঞ্জের সদর উপজেলার গাবতলী এলাকায় কোলের শিশুকে জিম্মি করে এক গৃহবধূকে দফায় দফায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের ভিডিও ধারণ করে ও ভয়-ভীতি দেখিয়ে প্রায় এক মাস ধরে বখাটেরা দফায় দফায় ধর্ষণ করে আসছিল।
৯ এপ্রিল সর্বশেষ ধর্ষণের পর ওই নারী অসুস্থ হয়ে পড়ে। এরপর শুক্রবার ফতুল্লা থানায় মামলা করা হয়।
গৃহবধূর স্বামী লেগুনাচালক জানান, রমজান শুরু হওয়ার আগে তার স্ত্রী (১৮) সন্তানকে নিয়ে ইসদাইর-গাবতলী লিংক রোড দিয়ে যাওয়ার সময় ইসদাইর বটতলা এলাকার সজিব ওরফে বদনা সজিব, গাবতলী মাজার এলাকার রাকিব ওরফে মাইন, নয়ন ও নজরুলসহ অজ্ঞাত দুজন সন্তানকে জিম্মি করে তার স্ত্রীকে গণধর্ষণ করে। এ সময় ধর্ষণকারীরা ধর্ষণের ভিডিও ধারণ করে। পরবর্তীতে ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে কয়েক দফা সংঘবদ্ধ ধর্ষণ করে। সর্বশেষ ৯ এপ্রিল তাকে একই আসামিরা ডেকে নিয়ে ধর্ষণ করে। এতে সে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। এরপর গৃহবধূ তার স্বামীকে জানায়। স্বামী-স্ত্রী ফতুল্লা থানায় গিয়ে মামলা করে।
এ ব্যাপারে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- দেশের সাত অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
- সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন
- রাজধানীসহ সারাদেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস
- যৌথ বাহিনীর ৭ দিনের অভিযানে সারাদেশে গ্রেপ্তার ৩৯০ জন
- স্বামীকে কারাগারে দেখতে এসে গণধর্ষণের শিকার তরুনী
- আলোচিত টিপকাণ্ডে : ১৮ জনের বিরুদ্ধে চাকরিচ্যুত সেই কনস্টেবলের মামলা
- দুপুরের মধ্যে দেশের ১২ অঞ্চলে ৬০ কি.মি বেগে ঝড়ের পুর্বাভাস