ভোটারের বয়স ১৬, প্রার্থীর বয়স ২৩ করার প্রস্তাব দেবে এনসিপি
শনিবার, ২২ মার্চ, ২০২৫ ০২:৫৪ পিএম | আপডেট: শনিবার, ২২ মার্চ, ২০২৫ ০২:৫৪ পিএম

ঐকমত্য কমিশনে নির্বাচনে প্রার্থিতার বয়স ন্যূনতম ২৩ ও ভোটারের বয়স ১৬ বছর করার প্রস্তাব দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ শনিবার (২২ মার্চ) সকালে রাজধানীর বাংলামোটরে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, এর কারণ হচ্ছে এবারের আন্দোলনে প্রায় সারা বিশ্বে এটাকে জেন–জির অভ্যুত্থান হিসেবে বলা হচ্ছে। অভ্যুত্থান–পরবর্তী যে বাংলাদেশ এবং আসন্ন যে নির্বাচন, এ নির্বাচনে তারা (জেন–জি) মতামত দিতে পারবে না শুধু বয়স ১৮ বছরের নিচে হওয়ার কারণে, এটা এনসিপি যৌক্তিক মনে করে না। আগামীকাল এনসিপি ১৬ বছর বয়স থেকে ভোটের বিধান রাখার প্রস্তাব দেবে।
‘তারা (সংবিধান সংস্কার কমিশন) চায় জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ২১ বছর। এনসিপি মনে করে, এটা খুবই কম বয়স। এটা ২৩ বছর হতে পারে,’ বলেন তিনি।
এ সময় সারোয়ার তুষার বলেন, আওয়ামী লীগ দেশবিরোধী শক্তি, রাজনীতিতে ফিরলে দেশে অস্থিতিশীলতা তৈরি হবে।
সংস্কার প্রস্তাব প্রসঙ্গে এনসিপির যুগ্ম আহ্বায়ক জানান, আগামীকাল রোববার এনসিপি সংস্কার প্রস্তাব জমা দেবে।
গণ-অভ্যুত্থানের পর সংবিধান আর কার্যকর নেই উল্লেখ করে নতুন সংবিধান রচনা করার দাবি জানান এনসিপির এই নেতা।
সারোয়ার বলেন, এনসিপি মনে করে আগামী নির্বাচন গণপরিষদ হওয়া উচিত। সংবিধান সংস্কার কাজ শেষ করে একটা নির্দিষ্ট সময় পর এই গণপরিষদই আইন সভায় রূপান্তরিত হবে।
এর আগে, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ ও বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনার জন্য পাঁচ সদস্যের সংস্কারবিষয়ক সমন্বয় কমিটি গঠন করেছে এনসিপি।
কমিটিতে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে সারোয়ার তুষারকে। কমিটির অন্য সদস্যরা হলেন মনিরা শারমিন, জাবেদ রাসিন, সালেহ উদ্দিন ও আরমান হোসাইন।
আরও পড়ুন
- নির্বাচনের আগে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি মির্জা ফখরুলের
- সাবেক সচিবের মৃত্যুতে তারেক রহমানের শোক
- গুলি করে চার্লি কার্কে হত্যার ঘটনায় তারেক রহমানের নিন্দা
- ভ্যানচালক মোস্তফা শেখের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান
- ভ্যানচালক মোস্তফা শেখের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান
- অতীতের ইতিহাসের জন্য জামায়াতকে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানালেন ফারুক
- বিশ্বমানবের কাছে হযরত মুহাম্মদ (সা:) অসাধারণ এক আলোকবর্তিকা : মির্জা ফখরুল
- তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে দৌলতপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত