কুমিল্লায় তিন কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ
শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ১১:০৩ এএম | আপডেট: শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ১১:০৩ এএম
কুমিল্লার কাবিলা বাজার থেকে একটি ট্রাকসহ তিন কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ করেছে বিজিবি।
গতকাল শুক্রবার এ তথ্য জানান কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্তের উপস্থিতিতে বিজিবি এবং র্যাব সদস্যদের সমন্বয়ে বিশেষ টাস্কফোর্স দল গঠন করে এ অভিযান চালানো হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রকারের ১৪ লাখ ১৫ হাজার ৪০০টি অবৈধ ভারতীয় আতশবাজি এবং অবৈধ মালপত্র বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৮ লাখ ৮ হাজার টাকা।
লেফটেন্যান্ট কর্নেল জাহিদ জানান, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে এসব মালপত্র আটক করা হয়। এগুলো বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে।
আরও পড়ুন
- মেট্রোরেল চলাচল স্বাভাবিক
- দেশজুড়ে টানা ৫ দিন বর্ষণের আভাস, কমতে পারে তাপমাত্রা
- নিজেই বাসের টিকিট কেটে পঞ্চগড় গেছেন সেই খতিব: জিএমপি
- মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালামের দাফন সম্পন্ন
- মেট্রোলাইনের বিয়ারিং প্যাড মাথায় পড়ে পথচারী নিহত, মেট্রো চলাচল বন্ধ
- ঢাকার বাতাসে গ্যাসের গন্ধে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান তিতাসের
- যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ভাইরাল, যা বলছে কর্তৃপক্ষ
- জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, নিহত ১