চ্যাম্পিয়ন্স ট্রফি : ফাইনালে আজ মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড
রবিবার, ৯ মার্চ, ২০২৫ ১০:০২ এএম | আপডেট: রবিবার, ৯ মার্চ, ২০২৫ ১০:০৩ এএম

চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে আজ (রবিবার) মাঠে নামতে যাচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে এই আইসিসি ইভেন্টের ফাইনাল।
যদিও চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ পাকিস্তান, তবে ভারত রাজনৈতিক কারণে পাকিস্তানে খেলতে সম্মত না হওয়ায় শেষ পর্যন্ত আইসিসি টুর্নামেন্ট আয়োজনের 'হাইব্রিড মডেল' বেছে নিয়েছে।
যেখানে ভারতের ম্যাচগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে, আর বাকি সব ম্যাচ আয়োজিত হয়েছে পাকিস্তানের বিভিন্ন শহরে।
এই ইস্যু নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে, ভারতীয় সংবাদমাধ্যমেও উঠে এসেছে ভারতের এক মাঠে পুরো টুর্নামেন্ট খেলা নিয়ে নানা প্রশ্ন ও বক্তব্য দিয়েছেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররা।
নিউজিল্যান্ড ক্রিকেট দল এনিয়ে দ্বিতীয়বারের মতো দুবাই ভ্রমণ করলো পাকিস্তান থেকে, আর ভারত পূর্ব নির্ধারিত নির্দিষ্ট ভেন্যুতে খেলার জন্য দুবাই শহরে অবস্থান করছে।
তাই অন্য দলগুলোর থেকে ভারতের দলে স্পিনারদের সংখ্যা বেশি যেহেতু দুবাইয়ের মাঠ স্পিনারদের খানিকটা হলেও বাড়তি সুবিধা দেয়।
এবারের ফাইনাল হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বৈশ্বিক আসরের সফলতম দুই দলের মধ্যে। ২০১১ সাল থেকে ভারতের মতো আইসিসি টুর্নামেন্টে ম্যাচ জয়ের রেশিও আর কোনও দলের নেই।
৮৬ ম্যাচের ৭০টিতেই জয় পেয়েছে ভারত।
আবার নিউজিল্যান্ড টেস্ট, ওয়ানডে, টি-২০ তিন ফরম্যাটেই ফাইনাল খেলছে ২০১৫ সাল থেকে। তবে ভারত ২০১৩ সালের পর থেকে নিয়মিত সেমিফাইনাল-ফাইনালে খেলেও ওয়ানডে ফরম্যাটে শিরোপা জিততে পারেনি।
আর নিউজিল্যান্ড ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বাদে সাম্প্রতিক সময়ে দুটি ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল ও একটি টি-২০ বিশ্বকাপ ফাইনাল হেরেছে।
ভারত অবশ্য ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ শিরোপা জিতেছে।
আরও পড়ুন
- ৭ বছর পর বাংলাদেশকে হারাল জিম্বাবুয়ে
- আজও খেলা শুরুতে বৃষ্টি বিড়ম্বনা
- সিলেটে বৃষ্টিতে বিঘ্ন তৃতীয় দিনের খেলা
- টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- পাকিস্তানের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ, জিতলেই বিশ্বকাপে নিশ্চিত
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- রেকর্ড গড়ে জিতল বাংলাদেশ
- বিশ্বচ্যাম্পিয়নদের গোল বন্যায় বিধ্বস্ত ব্রাজিল