কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারেক রহমান
শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫ ১১:৫৩ এএম | আপডেট: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫ ১২:২৬ পিএম

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রায় এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেইসঙ্গে কাতার-বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথা জানান তিনি।
গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব লেখেন তারেক রহমান।
ফেসবুক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, আমার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সদয়ভাবে পরিবহন এবং প্রয়োজনীয় সহযোগিতার জন্য আমি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির কাছে গভীরভাবে কৃতজ্ঞ।
তারেক রহমান আরও বলেন, আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমি এই সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী, বহুমুখী সম্পর্ক গড়ে তুলতে উন্মুখ।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত বুধবার (৮ জানুয়ারি) লন্ডন যান খালেদা জিয়া। স্থানীয় সময় বুধবার সকালবেলায় যুক্তরাজ্য পৌঁছান তিনি। এরপর লন্ডন ক্লিনিকে ভর্তি হন। সেখানে অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে ইতোমধ্যে তার চিকিৎসাও শুরু হয়েছে।
সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই বিএনপির চেয়ারপারসন লন্ডন সফরে গিয়েছিলেন। এরপর তার আর কোনো বিদেশ সফর হয়নি। সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছেন।
আরও পড়ুন
- দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
- বিএনপির আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তারেক রহমান
- দেশজুড়ে বৃক্ষরোপণে 'জুলাই-আগষ্ট গণঅভ্যূত্থান সবুজ পল্লবে স্মৃতি অম্লান' উপ-কমিটি গঠন
- 'গণতান্ত্রিক পদ যাত্রায় শিশু' শীর্ষক অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে 'বাস্তবায়ন উপ-কমিটি' গঠন
- স্বৈরাচারের দোসররা বিএনপির ভাবমূর্তি বিনষ্টের অপতৎপরতায় লিপ্ত : মির্জা ফখরুল
- সরকার ব্যর্থ হওয়ায় জুলাই সনদ প্রকাশ করবে এনসিপি : নাহিদ
- অসুস্থ সাংবাদিক মাসুদ কামালের শারীরিক খোঁজ নিলেন তারেক রহমান
- সোহরাওয়ার্দী উদ্যান সমাবেশ থেকে ইসলামী আন্দোলনের ১৬ দফা ঘোষণা