আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫ ০১:২৩ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫ ০১:২৩ পিএম

রাজধানীর ভাষানটেক থানায় দায়েরকৃত এক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নতুন করে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটিতে গ্রেপ্তার দেখানো হয় তাকে।
এদিন সকালে কারাগার থেকে আনিসুল হককে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির মিরপুর জোনের উপপরিদর্শক মো. শফিকুল ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে বিচারক সেই আবেদন মঞ্জুর করেন।
এর আগে, গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। এরপর বিভিন্ন মামলায় কয়েক দফা রিমান্ডে নেওয়া হয় তাকে। বর্তমানে কারাগারে আছেন তিনি।
নতুন মামলাসূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন শেষে বিজয়োল্লাস চলাকালে রাজধানীর ভাষানটেক থানাধীন মিরপুর-১৪ নম্বর এলাকায় সন্ধ্যা ৭টার দিকে অতর্কিত আক্রমণ ও গুলি বর্ষণে আহত হন মো. ফজলু (৩১) নেমে এক ব্যক্তি। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত বছরের ১১ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ১৬৪ জনের নামে মামলা করেন নিহতের ভাই সবুজ।
আরও পড়ুন
- টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা
- ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান
- নির্বাচনের আগে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি মির্জা ফখরুলের
- সাবেক সচিবের মৃত্যুতে তারেক রহমানের শোক
- গুলি করে চার্লি কার্কে হত্যার ঘটনায় তারেক রহমানের নিন্দা
- ভ্যানচালক মোস্তফা শেখের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান
- ভ্যানচালক মোস্তফা শেখের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান
- অতীতের ইতিহাসের জন্য জামায়াতকে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানালেন ফারুক