প্রমাণ না পাওয়ায়
গয়েশ্বর-রিজভীসহ ১৭৩ নেতাকর্মীকে নাশকতার মামলা থেকে অব্যাহতি
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫ ০১:২১ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫ ০১:২১ পিএম
রাজধানীর রমনা মডেল থানার নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত।
গতকাল বুধবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৬ এর বিচারক শিহাবুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মহি উদ্দিন চৌধুরী এ তথ্য জানান।
অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল।
উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার এলাকায় স্থাপিত বিশেষ আদালতে হাজিরা শেষে বাসায় ফিরছিলেন। এসময় শাহবাগ থানাধীন পরীবাগ এলাকায় রাস্তায় স্লোগান দিতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। তখন নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। ওইদিন পুলিশের এসআই মো. মহিবুল্লাহ বাদী হয়ে রমনা মডেল থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২০ সালের ২৯ জানুয়ারি গয়েশ্বর চন্দ্র রায়সহ দলটির ১৭৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের এসআই মুহম্মদ সাইফুল ইসলাম খাঁন।
আরও পড়ুন
- হাসিনাকে হত্যাচেষ্টা মামলা : ফাঁসির সাজাপ্রাপ্ত ৯ জনসহ সবাই খালাস
- আনুসন্ধান চলাকালে বিচারপতি সাহেদের পদত্যাগ
- ইভ্যালির রাসেলর ও তার স্ত্রীর ২ বছরের কারাদন্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
- হত্যা মামলায় ফের রিমান্ডে সালমান এফ রহমান
- সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট
- ডেসটিনির এমডিসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড
- জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া-তারেক রহমানসহ সব আসামি খালাস
- ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর