বিশ্বের পাসপোর্ট সূচকে তিন ধাপ পিছিয়ে ১০০তম বাংলাদেশ
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫ ০১:১৮ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫ ০১:১৮ পিএম

২০২৫ সালের হেনলি পাসপোর্ট সূচকে তিন ধাপ পিছিয়ে বাংলাদেশ এখন অবস্থান করছে ১০০তম স্থানে। গত বছর এই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। এবার বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে লিবিয়া ও ফিলিস্তিনের সঙ্গে।
গতকাল বুধবার (৮ জানুয়ারি) যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য বিশ্লেষণ করে এই সূচক তৈরি করা হয়।
বিশ্বব্যাপী ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্টের গুরুত্ব বোঝাতে প্রতি তিন মাস অন্তর এই সূচক প্রকাশ করে হেনলি অ্যান্ড পার্টনার্স। বাংলাদেশি পাসপোর্টধারীরা এখনও ইউরোপের কোনও দেশে ভিসা ছাড়া প্রবেশের সুযোগ পান না।
হেনলি সূচক অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বর্তমানে ৪০টি গন্তব্যে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপ, দেশটির অবস্থান ৫৩তম। মালদ্বীপের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ৯৪টি দেশে ভ্রমণ করতে পারেন। এরপর রয়েছে ভারত (৮৫তম), ভুটান (৯০তম) ও শ্রীলঙ্কা (৯৬তম)।
এ বছরের সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ১৯৫টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, যার পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পান।
যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, দক্ষিণ কোরিয়া ও স্পেন। চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও সুইডেন।
তালিকার একেবারে শেষে রয়েছে আফগানিস্তান। দেশটির পাসপোর্টধারীরা মাত্র ২৬টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন।
আরও পড়ুন
- ভুয়া তথ্য রোধে জাতিসংঘকে ভূমিকা রাখার আহ্বান প্রধান উপদেষ্টার
- সাধারণ ছুটিসহ ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা
- জুলাই মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- জুলাইকে গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার
- ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১ হাজার ৬৯০
- ১ জুলাই: স্বৈরাচারী আওয়ামী শাসন পতনের অভূতপূর্ব সূচনা
- এনবিআরে আন্দোলনরতরা দ্রুত কাজে না ফিরলে কঠোর ব্যবস্থা
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সপ্তম দিনের বৈঠক শুরু