জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান
সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫ ০৪:১৫ পিএম | আপডেট: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫ ০৪:১৫ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও 'আমরা বিএনপি পরিবার'- এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাত সাড়ে ৮টায় দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। তিনি বৈঠকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন।
আজ সোমবার (৬ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থেকে বৈঠকটির সভাপতিত্বে করবেন।
দলীয় সূত্র থেকে জানা গেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাজনিত সফরকে সামনে রেখে এ বৈঠকটি হচ্ছে আজ। এতে দলের নীতি কৌশল ও নতুন সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়াকে সরাসরি এয়ার অ্যাম্বুলেন্সে উঠানো হবে। এক্ষেত্রে ভিড় কমানোর পরামর্শ দেওয়া হয়েছে নেতাকর্মীদের। তবে সিনিয়র নেতারা বিমানবন্দরে বিদায়ী শুভেচ্ছা জানাতে যাবেন কিনা, এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে রবিবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, উন্নত চিকিৎসার জন্য ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া।
আরও পড়ুন
- কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে পত্র দিলেন তারেক রহমান
- ভ্যাট না বাড়িয়ে সরকারকে অপ্রয়োজনীয় ব্যায় কমানোর আহ্বান মির্জা ফখরুলের
- ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
- আত্মত্যাগীদের শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে : মির্জা ফখরুল
- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচার নিশ্চিতে ছাত্রদলের 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি
- বিএনপির পক্ষে সর্বদলীয় বৈঠকে অংশ নেবেন সালাউদ্দিন আহমেদ
- ১৭ বছর পর কারামুক্ত লুৎফুজ্জামান বাবর
- আগামীকাল কারামুক্তি পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর