অভিনেত্রী শমী কায়সারের জামিন স্থগিত
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪ ০৪:২৫ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪ ০৪:২৫ পিএম
হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত হয়েছে।
জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
একই সঙ্গে রাষ্ট্রপক্ষের আবেদনটি আগামী ৬ জানুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।
মামলায় নিম্ন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন শমী কায়সার। এই আবেদনের শুনানি নিয়ে ১০ ডিসেম্বর হাইকোর্ট তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে, যা আজ চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব। শমী কায়সারের পক্ষে শুনানি করেন আইনজীবী হামিদুল মিসবাহ, সঙ্গে ছিলেন আইনজীবী নাজিয়া কবির।
ছাত্র-জনতার আন্দোলনকালে একজন আহত হওয়ার ঘটনায় গত ২৯ অক্টোবর উত্তরা পূর্ব থানায় শমী কায়সারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলাটি করা হয়। গত ৬ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি
- পরীমনি বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- ভারতের ভিসা পেলেন না পরীমণি
- গোপনে দেশ ত্যাগের সময় বিমানাবন্দরে চিত্রনায়িকা নিপুন আটক
- ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন প্রবীর মিত্র, দেয়া হবে কবর
- দ্বিতীয় বিয়ে করলেন গায়ক-অভিনেতা তাহসান খান
- মারা গেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান
- দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুন গ্রেপ্তার