‘আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে’ সংখ্যালঘু সম্প্রদায় : ভিওএ জরিপ
শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪ ০৪:০১ পিএম | আপডেট: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪ ০৪:০১ পিএম
সম্প্রতি ভয়েস অফ অ্যামেরিকা-ভিওএ’র বাংলাদেশের ওপর করা একটি জরিপে উঠে এসেছে; বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে।
এই জরিপটি অক্টোবর মাসের শেষের দিকেে চালানো হয়। বাংলাদেশের জনতত্ত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে জরিপের ১,০০০ উত্তরদাতা বাছাই করা হয়।
উত্তরদাতাদের মধ্যে সমান সংখ্যক নারী এবং পুরুষ ছিলেন, যাদের মধ্যে ৯২.৭ শতাংশই ছিলেন মুসলিম।
জরিপের ফলাফলে দেখা গেছে, ৬৪ দশমিক ১ শতাংশ উত্তরদাতা মনে করেন, আওয়ামীলীগ সরকারের আমলের তুলনায় অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে।
মাত্র ১৫ দশমিক ৩ শতাংশ মত দিয়েছেন এর বিপরীতে এবং ১৭ দশমিক ৯ শতাংশ মনে করেন, পরিস্থিতি আগের মতোই আছে।
তবে জরিপের ফলাফলে নিরাপত্তার বিষয়ে মুসলিম এবং অমুসলিমদের মতামতের কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে।
নিরাপত্তার ব্যাপারে মুসলিম উত্তরদাতাদের মধ্যে ৮৬ দশমিক ১ জন মত দিয়েছেন নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে ভালো আর মাত্র ১৩.৯ শতাংশ মনে করেন বর্তমান পরিস্থিতি আগের থেকে খারাপ।
কিন্তু ধর্মীয় সংখ্যালঘু উত্তরদাতাদের মধ্যে ৩৩.৯ শতাংশ মনে করেন, তাদের নিরাপত্তার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে খারাপ করছে।
আরও পড়ুন
- সচিবালয়ে লাগা আগুনের কারণ খুঁজতে ৭ সদস্যের কমিটি গঠন
- সচিবালয়ে আগুন ঘটনায় জড়িতদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ
- সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিকসহ সব ছুটি বাতিল
- হাসিনাকে ফেরত আনতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রেস সচিব
- সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব : সেনাপ্রধান
- গণহত্যার সঙ্গে জড়িতদের বিএনপিতে নেওয়া হবে না : মির্জা ফখরুল
- পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু