‘আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে’ সংখ্যালঘু সম্প্রদায় : ভিওএ জরিপ
শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪ ০৪:০১ পিএম | আপডেট: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪ ০৪:০১ পিএম

সম্প্রতি ভয়েস অফ অ্যামেরিকা-ভিওএ’র বাংলাদেশের ওপর করা একটি জরিপে উঠে এসেছে; বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে।
এই জরিপটি অক্টোবর মাসের শেষের দিকেে চালানো হয়। বাংলাদেশের জনতত্ত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে জরিপের ১,০০০ উত্তরদাতা বাছাই করা হয়।
উত্তরদাতাদের মধ্যে সমান সংখ্যক নারী এবং পুরুষ ছিলেন, যাদের মধ্যে ৯২.৭ শতাংশই ছিলেন মুসলিম।
জরিপের ফলাফলে দেখা গেছে, ৬৪ দশমিক ১ শতাংশ উত্তরদাতা মনে করেন, আওয়ামীলীগ সরকারের আমলের তুলনায় অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে।
মাত্র ১৫ দশমিক ৩ শতাংশ মত দিয়েছেন এর বিপরীতে এবং ১৭ দশমিক ৯ শতাংশ মনে করেন, পরিস্থিতি আগের মতোই আছে।
তবে জরিপের ফলাফলে নিরাপত্তার বিষয়ে মুসলিম এবং অমুসলিমদের মতামতের কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে।
নিরাপত্তার ব্যাপারে মুসলিম উত্তরদাতাদের মধ্যে ৮৬ দশমিক ১ জন মত দিয়েছেন নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে ভালো আর মাত্র ১৩.৯ শতাংশ মনে করেন বর্তমান পরিস্থিতি আগের থেকে খারাপ।
কিন্তু ধর্মীয় সংখ্যালঘু উত্তরদাতাদের মধ্যে ৩৩.৯ শতাংশ মনে করেন, তাদের নিরাপত্তার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে খারাপ করছে।
আরও পড়ুন
- রোজার আগে নির্বাচন দিয়ে আগের কাজে ফিরে যাব : প্রধান উপদেষ্টা
- পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ধর্ম মত নির্বিশেষে সবাই আমরা এক পরিবার: প্রধান উপদেষ্টা
- ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন : প্রেস সচিব
- আসন্ন দুর্গাপূজা ভারতে ১২০০ টন ইলিশ পাঠাচ্ছে সরকার
- ডাকসুর মধ্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠলো বাংলাদেশ: উপদেষ্টা ফারুকী
- ডাকসু নির্বাচনে হস্তক্ষেপের প্রশ্নই আসে না : সেনাবাহিনী
- জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করুন, পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা