‘আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে’ সংখ্যালঘু সম্প্রদায় : ভিওএ জরিপ
শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪ ০৪:০১ পিএম | আপডেট: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪ ০৪:০১ পিএম

সম্প্রতি ভয়েস অফ অ্যামেরিকা-ভিওএ’র বাংলাদেশের ওপর করা একটি জরিপে উঠে এসেছে; বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে।
এই জরিপটি অক্টোবর মাসের শেষের দিকেে চালানো হয়। বাংলাদেশের জনতত্ত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে জরিপের ১,০০০ উত্তরদাতা বাছাই করা হয়।
উত্তরদাতাদের মধ্যে সমান সংখ্যক নারী এবং পুরুষ ছিলেন, যাদের মধ্যে ৯২.৭ শতাংশই ছিলেন মুসলিম।
জরিপের ফলাফলে দেখা গেছে, ৬৪ দশমিক ১ শতাংশ উত্তরদাতা মনে করেন, আওয়ামীলীগ সরকারের আমলের তুলনায় অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে।
মাত্র ১৫ দশমিক ৩ শতাংশ মত দিয়েছেন এর বিপরীতে এবং ১৭ দশমিক ৯ শতাংশ মনে করেন, পরিস্থিতি আগের মতোই আছে।
তবে জরিপের ফলাফলে নিরাপত্তার বিষয়ে মুসলিম এবং অমুসলিমদের মতামতের কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে।
নিরাপত্তার ব্যাপারে মুসলিম উত্তরদাতাদের মধ্যে ৮৬ দশমিক ১ জন মত দিয়েছেন নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে ভালো আর মাত্র ১৩.৯ শতাংশ মনে করেন বর্তমান পরিস্থিতি আগের থেকে খারাপ।
কিন্তু ধর্মীয় সংখ্যালঘু উত্তরদাতাদের মধ্যে ৩৩.৯ শতাংশ মনে করেন, তাদের নিরাপত্তার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে খারাপ করছে।
আরও পড়ুন
- জুলাই মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- জুলাইকে গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার
- ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১ হাজার ৬৯০
- ১ জুলাই: স্বৈরাচারী আওয়ামী শাসন পতনের অভূতপূর্ব সূচনা
- এনবিআরে আন্দোলনরতরা দ্রুত কাজে না ফিরলে কঠোর ব্যবস্থা
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সপ্তম দিনের বৈঠক শুরু
- এনবিএর আজও 'কমপ্লিট শাটডাউন', শুল্ক-কর, আমদানি-রফতানি কার্যক্রম ব্যাহত
- তারেক রহমানের পক্ষ থেকে ড. ইউনূসকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা