আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন : ড. ইউনূস
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪ ০৬:৫৪ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪ ০৬:৫৪ পিএম
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদের সাহসিকতা ও ত্যাগে গভীরভাবে অনুপ্রাণিত হয়ে তিনি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন। তিনি বলেন, ‘রংপুর থেকে আমাকে উপদেষ্টা ভাবুন।’
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আবু সাঈদের পরিবারের সদস্যদের ঢাকার তেজগাঁও অফিসে স্বাগত জানিয়ে এসব কথা বলেন অধ্যাপক ইউনূস। এসময় রংপুরের প্রতি তার আন্তরিক ভালোবাসা এবং ওই অঞ্চলের সঙ্গে তার গভীর সম্পর্কের কথা তুলে ধরেন।
একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদটি আবু সাঈদের পরিবারের হাতে তুলে দেন। সনদটি পরিবারের পক্ষ থেকে গ্রহণ করেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিল আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়া।
অধ্যাপক ইউনুস আবু সাঈদের মা-বাবার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়ে তাদের প্রতি সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারে উত্তরাঞ্চল তথা রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধসহ বিভিন্ন আন্দোলন করে আসছে সাধারণ ছাত্র-জনতা।
আরও পড়ুন
- জনগণের কাছে সংস্কার প্রস্তাব পৌঁছাতে হবে : তারেক রহমান
- বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধে ফেসবুকের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চাল আমদানিতে একক কোনো দেশের ওপর নির্ভর করব না : খাদ্য উপদেষ্টা
- অবৈধ বিদেশীদের বাংলাদেশে থাকতে দেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- স্বৈরাচারের পতন হবে জেনেই আমরা ৩১ দফা দিয়েছিলাম : তারেক রহমান
- ১৫ বছরে বিএসএফের গুলিতে ৬০০ বাংলাদেশি নিহত
- বাংলাদেশের মানুষকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে ভারত : ডা. জাহিদ
- বার্ণ ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের খোঁজ-খবর নিলেন তারেক রহমান