আপিল বিভাগেও জামিন পাননি হলমার্কের জেসমিন
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪ ১১:৪৭ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪ ১১:৪৭ এএম

ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেননি আপিল বিভাগ।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। আদালত জেসমিন ইসলামের জামিন শুনানির জন্য ৩ মাস পর ফের উপস্থিত হওয়ার নির্দেশ দেন।
জেসমিন ইসলামের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদালতে বলেন, এই মামলায় সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড হতে পারে, কিন্তু জেসমিন ইতোমধ্যে ৮ বছর জেলে আছেন, তাই তাকে জামিন দেওয়া উচিত। তিনি আরও বলেন, দুদকও চার্জশিট দিতে পারেনি।
তবে দুদকের পক্ষ থেকে জানানো হয়, ৩০ অক্টোবর তদন্ত কর্মকর্তা চার্জশিট দিয়েছেন, কিন্তু এখন কমিশন না থাকায় তা অনুমোদন করা যাচ্ছে না। এর ফলে আপিল বিভাগ ৩ মাস পর জামিন শুনানি স্থগিত রাখেন।
২০১৯ সালের ১০ মার্চ হাইকোর্ট জেসমিন ইসলামকে জামিন দিয়েছিল, তবে দুদক এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে এবং ১৬ জুন আপিল বিভাগ তার জামিন বাতিল করে তাকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়। এরপর জেসমিন ইসলাম আত্মসমর্পণ করেন এবং হাইকোর্টে জামিন আবেদন করেন।
আরও পড়ুন
- সিলেটের ডিসি সারয়ার আলমকে শোকজ
- স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান
- শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী মামুনের জেরা চলছে
- ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ফ্লাইট চলাচল বন্ধ
- স্ত্রীসহ জিএম কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা
- ২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল
- ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই : আপিল বিভাগ
- মালয়েশিয়ায় অভিবাসন-বিরোধী অভিযানে ৪০০ বাংলাদেশি আটক