সোনামসজিদ বন্দর দিয়ে সাড়ে ৫ হাজার টন আলু-পেঁয়াজ আমদানি
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪ ১১:২৮ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪ ১১:৪৮ এএম
পশ্চিমবঙ্গ সরকারের পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধ ঘোষণা করলেও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বুধবার (২৭ নভেম্বর) সারা দিনে প্রায় সাড়ে ৫ হাজার টন পেঁয়াজ ও আলু আমদানি করা হয়েছে।
বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান এ তথ্য নিশ্চিত করেছেন। আমদানিকারক ব্যবসায়ী সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গ সরকারের রপ্তানি বন্ধের পর গত মঙ্গলবার সোনামসজিদ বন্দর দিয়ে কোনো পেঁয়াজ ও আলুর ট্রাক প্রবেশ করেনি। তবে বুধবার দুপুর থেকে পূর্ববর্তী এলসি অনুযায়ী ভারতীয় ব্যবসায়ীরা পেঁয়াজ ও আলু পাঠাতে শুরু করেন।
শুভ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইসমাইল হোসেন জানান, চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর থেকে সোনামসজিদ বন্দরেও কিছুটা প্রভাব পড়েছিল। কিন্তু বুধবার থেকে ভারতীয় ব্যবসায়ীরা এলসি করা পণ্য পাঠানোর জন্য ট্রাক পাঠান, যার ফলে আমদানি শুরু হয়।
আরিশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলমগীর জুয়েল বলেন, মঙ্গলবার বন্দর বন্ধ থাকলেও বুধবার থেকে আমদানি পুনরায় চালু হওয়ায় পেঁয়াজ ও আলুর দাম কিছুটা কমতে পারে বলে তিনি আশা করছেন। বুধবার সারা দিনে মোট ৯৪টি ট্রাকে ২৫০২ টন পেঁয়াজ এবং ১০৯টি গাড়িতে ২৯৪২ টন আলু এসেছে।
আরও পড়ুন
- বছরের প্রথম ১১ দিনে রেমিট্যান্স এসেছে ৮ হাজার ৮৩৯ কোটি টাকা
- কাঁচা বাজারে স্বস্তি, চাল-মাছ-মুরগিতে আগুন
- রমজান শেষ হওয়া পর্যন্ত পণ্যের শুল্ক অপরিবর্তিত থাকবে : অর্থা উপদেষ্টা
- পাচার হওয়া অর্থ ফেরাতে নেই কোনো আগ্রগতি, চিঠি চালাচালি আর বৈঠকই সীমাবদ্ধ
- ওষুধসহ ৬৫ পণ্যে ভ্যাট বাড়ানোর উদ্যোগ
- বাড়ছে সোনার দাম
- বছরের প্রথম দিনে দাম কমলো ডিজেল ও কেরোসিনের
- দুর্ঘটনা কমেছে কর্মক্ষেত্রে: চলতি বছরে নিহত ৯০৫, আহত ২১৮ শ্রমিক