1. »
  2. খেলার মাঠ

অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুতেই ভারতের ব্যাটিং বিপর্যয়

শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ ১১:১৪ এএম | আপডেট: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ ১১:১৪ এএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুতেই ভারতের ব্যাটিং বিপর্যয়

আজ শুক্রবার পার্থে শুরু হয়েছে বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট। 

এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারতের অধিনায়ক। এতে মাঠে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয় পড়েছে ভারত।

এই ম্যাচে ভারতের হয়ে টেস্টে অভিষেক হয়েছে তরুণ পেসার হরশিত রানা ও অলরাউন্ডার নীতিশ রেড্ডির। অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয়েছে ওপেনার নাথান ম্যাকসুয়েনি।

বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে ভারতের দলে নেই নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। যার কারণে প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন পেসার যশপ্রীত বুমরাহ।

এই প্রতিভেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৫১ রান করেছে। 

ভারতের একাদশ :
লোকেশ রাহুল, জশস্বী জয়সওয়াল, দেবদূত পাডিক্কাল, বিরাট কোহলি, ঋষভ পন্ত, ধ্রুব জুরেল, নীতিশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, হরশিত রানা, যশপ্রীত বুমরাহ (অধিনায়ক) ও মোহাম্মদ সিরাজ।
 
অস্ট্রেলিয়া একাদশ :
উসমান খাজা, নাথান ম্যাকসুয়েনি, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।