পল্টনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪ ১০:৪৯ এএম | আপডেট: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪ ১০:৪৯ এএম
![পল্টনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১](https://www.bdpress.net/uploads/news/download_(11)_upscayl_1x_realesrgan-x4plus3.png)
রাজধানীর পল্টন মোড়ে ইউনিক পরিবহনের একটি বাস ও পেঁয়াজ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি (৬০) নিহত হয়েছেন।
আজ রবিবার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে এই সংঘর্ষ ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৬টায় মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা কনস্টেবল সোহরাব বলেন, ভোরবেলা ইউনিক পরিবহনের বাস ও পেঁয়াজ বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এক ব্যক্তি গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। প্রাথমিকভাবে আমরা ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, পল্টন থেকে এক ব্যক্তিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখনো পর্যন্ত ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন
- গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে, নিহত ৫
- গতবছর সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় ৯ হাজার ২৩৭ জনের প্রাণহানি
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- গ্যাস লাইনে বিস্ফোরণ: প্রকৌশলীসহ নিহত ৪
- এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, নিহত ৫
- পাবনায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কা, ৩ কৃষক নিহত
- রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নিহত ২