শীত প্রায় চলে এসেছে, কিন্তু সবজির দামে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা
শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪ ০২:২১ পিএম | আপডেট: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪ ০২:৩৭ পিএম
_upscayl_1x_realesrgan-x4plus5.png)
শীতকালীন সবজি বাজারে আসলেও কমছে না দাম। সবজির দাম নিয়ে মানুষ খুবই হতাশ। এখনও চড়া সবজির বাজার। ৮০ টাকার নিচে কোনো সবজি নেই। দুই একটি সবজি ৫০ থেকে ৭০ টাকার মধ্যে থাকলেও বেশিরভাগ সবজিই এখনও বাজারে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
আজ শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির এমন বাড়তি দামই দেখা আছে।
আজকে সকালে বাজারে প্রতি কেজি গোল বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকায়, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, সিম প্রতি কেজি ১০০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, পেঁয়াজের নতুন ফুল ফুলকা প্রতি কেজি ১০০ টাকা, লম্বা বেগুন প্রতি কেজি ৮০ টাকা, ধুন্দল প্রতি কেজি ৮০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৮০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে টমেটো প্রতি কেজি ১৬০ টাকা, ছোট সাইজের ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, বাধা কপি প্রতি পিস ৫০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, পটল প্রতি কেজি ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৭০ টাকা, মুলা প্রতি কেজি ৬০ টাকা, গাজর প্রতি কেজি ১৮০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
মুরগির দাম আগের মতোই রয়েছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়, সোনালি মুরগি প্রতি কেজি ৩২০ টাকা, কক মুরগি প্রতি কেজি ৩২০ টাকা। লেয়ার প্রতি কেজি ৩১০ থেকে ৩২০ টাকা এবং দেশি মুরগি প্রতি কেজি ৬৫০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে জিনিসপত্রের দাম নিয়ে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। রাজধানীর মহাখালী বাজারে বাজার করতে আসা তুহিন মিয়া বলেন, ]শীত প্রায় চলেই এসেছে ঢাকার বাইরে, এই সময় এসে সবজির দাম থাকবে কম কিন্তু বাজারে উল্টো চিত্র। এখনও ১০০/৮০ টাকার নিচে বাজারে কোনো সবজি নেই। বিক্রেতারা যে যার মতো করে দাম আদায় করে নিচ্ছে। বাজার মনিটরিংয়ের কোনো উদ্যোগ নেই।
শেওড়াপাড়া বাজারে সবজি বিক্রেতা জনি বলেন, সবজির দাম বেশি থাকলে আমাদের বিক্রি কম হয়। কারণ, যেই ক্রেতা এক আইটেমের এক কেজি সবজি নিত কিন্তু দাম বাড়তির কারণে সেই ক্রেতা আধা কেজি, আড়াইশ করে সবজি কিনছে। সেই কারণে পাইকারি বাজার থেকে আমরাও তুলনামূলক কম পরিমাণে সবজি আনছি খুচরা বাজারে।
কারওয়ান বাজারের সবজি বিক্রেতা এমদাদ বলেন, আসলে বাজারে সবজির দাম বাড়তি। পাইকারি বাজারে প্রতিটি পণ্য আমাদের বেশি দামে কিনতে হচ্ছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। শীত আসলে নতুন সবজি বাজারে উঠবে তখন দাম কমে যাবে সব ধরনের সবজির। বর্তমানে যেসব সবজি বাজারে আছে, সেগুলো মৌসুম শেষদিকের সবজি তাই কিছুটা বাড়তি দাম।
আরও পড়ুন
- লিটারে ১৯ টাকা কমল পাম অয়েলের দাম
- জুলাই মাসে প্রবাসী আয় ২৪৭ কোটি ডলার
- কমলো এলপি গ্যাসের দাম
- একদিনেই বদলি এনবিআরের ৪৯ কর্মকর্তা
- বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ এখন ৩০ বিলিয়ন ডলার
- ফের বাড়লো সোনার দাম, ভরি ১৭১৬০১ টাকা
- এবার স্বর্ণের দাম কমলো ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা
- ‘নতুন অর্থবছরে রাজস্ব আদায় ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা’