সার আমদানির এলসি মার্জিন শিথিল করল বাংলাদেশ ব্যাংক
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ ০৪:৫৮ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ ০৪:৫৮ পিএম
মাঠ পর্যায়ে কৃষকের কাছে সরবরাহ নিশ্চিত করতে সার আমদানির এলসি (ঋণপত্র) মার্জিন শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে সার আমদানির পদ্ধতি আরো সহজ হয়েছে।
গতকাল বুধবার (১৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
এখন থেকে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সার আমদানিতে ন্যূনতম মার্জিন দিয়ে এলসি খোলা যাবে। একইসাথে ব্যাংকগুলোকে সার আমদানির এলসি খোলার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়েছে, সার আমদানিতে এখন থেকে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এলসি মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখতে হবে। একইসাথে সার আমদানির এলসি খোলার বিষয়টি ব্যাংকগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত তা বহাল থাকবে বলেও উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক।
আগে সার আমদানির ক্ষেত্রে উদ্যোক্তাদের কমপক্ষে ৩০ শতাংশ মার্জিন দিতে হতো। এখন নীতিমালা শিথিল করার কারণে দুই থেকে পাঁচ শতাংশ মার্জিন দিয়েই এলসি খোলা যাবে।
আরও পড়ুন
- সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি বন্ধ করল বাংলাদেশ ব্যাংক
- বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম
- রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি আরও ভালো চলবে : গভর্নর
- পাঁচ ব্যাংকের লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ
- নির্বাচিত সরকার ছাড়া ব্যবসার পরিবেশের উন্নতি হবে না: ব্যবসায়ীদের অভিমত
- একদিনের ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম
- দেশের মোট রিজার্ভ ছাড়িয়েছে ৩২ মিলিয়ন ডলার
- ফের কমল সোনার দাম