সিরিজ হারের পর দুঃসংবাদ পেল বাংলাদেশ
মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ ১২:৫৩ পিএম | আপডেট: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ ১২:৫৩ পিএম
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের ক্ষত এখনো দগদগে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরে গেছে টাইগাররা। সেই ধাক্কা সামলে উঠার আগেই নতুন দুঃসংবাদ পেল বাংলাদেশ। র্যাঙ্কিংয়েও অবনতি হয়েছে দলের।
ক্রিকেট পাড়ায় একটা কথার প্রচলন আছে, ‘ওয়ানডে বাংলাদেশের খেলা।’ অবশ্য আমাদের ক্রিকেটে গর্ব করার মতো অর্জন আছে, সব এই ফরম্যাটেই পাওয়া। এক সময় তো ওয়ানডে র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠতে পেরেছিল টাইগাররা।
তবে এখন বোধহয় দিন বদলাতে শুরু করেছে, নিজেদের শক্তির জায়গা হচ্ছে হাতছাড়া। যার সর্বশেষ উদাহরণ আফগানিস্তানের কাছে সিরিজ হার। যেই হারের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। আফগানিস্তানের পিছনে পড়ে গেছে এখন বাংলাদেশ।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সপ্তাহ হালনাগাদে দেখা গেছে, একধাপ পিছিয়ে নয়ে নেমে গেছে টাইগাররা। আর নয় নম্বর থেকে আটে উঠে এসেছে আফগানিস্তান। দুই দলের পয়েন্ট যদিও সমান ৮৫, তবে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে শান্ত বাহিনী।
অথচ সিরিজ শুরুর আগে ৮৬ রেটিং পয়েন্ট ছিল বাংলাদেশের। আফগানদের ছিল ৮৪। তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জয়ের পর বাংলাদেশকে ছুঁয়ে ফেলে আফগানরা।
রশিদ খানের দল পেল ধারাবাহিক ভালো খেলার পুরস্কার। বাংলাদেশের আগে সদ্যই আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ওয়ানডে সিরিজ জেতে আফগানিস্তান।
১১৮ রেটিং পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আছে ভারত, ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। মাত্রই অস্ট্রেলিয়ার মাঠে ২২ বছর পর ওয়ানডে সিরিজ জয় করা পাকিস্তান তিনে আছে ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে।
আরও পড়ুন
- ইতিহাস গড়া অস্ট্রেলিয়ান ব্যাটারের সাফল্যের নেপথ্যে বাংলাদেশি কোচ
- সেঞ্চুরিতে নতুন ইতিহাস গড়লেন জ্যোতি
- রাজধানীর যেসব সড়কে চলাচলের নির্দেশনা দিয়েছে ডিএমপি
- চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ ভারত!
- বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশের
- ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশের
- ৬ বছর পর উইন্ডিজের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়
- বিজয় দিবসে দেশবাশিকে জয় উপহার টাইগারদের