পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে রুলের শুনানি আজ
বুধবার, ৬ নভেম্বর, ২০২৪ ১১:৩০ এএম | আপডেট: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪ ১১:৩০ এএম
.jpeg)
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ বিভিন্ন বিষয়ে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে জারি করা রুলের ওপর আজ বুধবার (৬ নভেম্বর) পুনরায় হাইকোর্টে শুনানি হবে।
এর আগে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ ৩০ অক্টোবর প্রথম দিনের শুনানির পর এই তারিখ নির্ধারণ করেন।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে "সুশাসনের জন্য নাগরিক" (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি এই রিটটি করেছিলেন। রিটে সংশোধনী স্থগিতের আবেদন করা হয়।
প্রাথমিক শুনানির পর, গত ১৯ আগস্ট হাইকোর্ট সংশ্লিষ্ট রুল জারি করেন এবং কেন সংশোধনীটি সাংবিধানিক সঙ্গতি ভঙ্গ করেছে না তা জানতে চান।
গত ২০ অক্টোবর জারি করা রুল শুনানিতে তুলতে সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চে উত্থাপন (মেনশন) করে রিট আবেদনকারী পক্ষ।
পরদিন রিটটি আদালতের কার্যতালিকায় তোলা হয়। সেদিন ৩০ অক্টোবর রুল শুনানির দিন ধার্য করেছিলেন আদালত। সেই ধারাবাহিকতায় ওই দিন শুনানির পর আজ বুধবার পরবর্তী শুনানির দিন রেখেছিলেন হাইকোর্ট।
এই রুলের সমর্থনে ইন্টারভেনার হিসেবে যুক্ত হতে বিএনপি মহাসচিব ২৮ অক্টোবর আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেন। এছাড়া, জামায়াতের সেক্রেটারি জেনারেল ও ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যানও ইন্টারভেনার হিসেবে যুক্ত হওয়ার আবেদন করেছেন।
২০১১ সালে পাস হওয়া পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় এবং নারীদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা বাড়ানোসহ ধর্মনিরপেক্ষতা পুনঃপ্রবর্তন করা হয়।
আরও পড়ুন
- সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রী-ভাইসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ
- পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী তাজবীর হাসান আটক
- ইনুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল
- সিলেটের ডিসি সারয়ার আলমকে শোকজ
- স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান
- শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী মামুনের জেরা চলছে
- ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ফ্লাইট চলাচল বন্ধ
- স্ত্রীসহ জিএম কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা