খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের ৩ কর্মী নিহত
বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪ ০৩:৩৮ পিএম | আপডেট: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪ ০৩:৩৮ পিএম
খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মী নিহত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার লতিবান ইউনিয়নের শুকনাছড়ির শান্তি রঞ্জন পাড়ায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন পানছড়ির লতিবান ইউনিয়নের চন্দ্রনাথ পাড়ার মৃত নন্দ মনি চাকমার ছেলে মন্যা চাকমা (সিজন), খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া ইউনিয়নের নতুন বাগান প্রকল্প এলাকার কানচরন ত্রিপুরার ছেলে খরকসেন ত্রিপুরা (শাসন) ৩৫ ও একই এলাকার মৃত আলো রঞ্জন চাকমার ছেলে পরান্টু চাকমা (জয়েন)।
বিষয়টি নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম বলেন, ঘটনাস্থল দুর্গম হওয়ায় সেখানে যেতে সময় লাগবে।
এদিকে তিন কর্মীকে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার জন্য নব্য মুখোশ বাহিনীকে দায়ী করে নিরন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ঘোষণা করেন।
আরও পড়ুন
- গাজীপুরে ফ্ল্যাট থেকে ২ যুবকের গলা কাটা লাশ উদ্ধার
- প্রতিদিন ১১ ঘণ্টা বন্ধ থাকবে মহাখালী ফ্লাইওভার
- ইসলামী সম্মেলনে জনতার ঢল, রাজধানীজুড়ে তীব্র যানজট
- ধানমন্ডিতে বাসায় ঢুকে লুটপাটের চেষ্টা, গ্রেপ্তার ১৩
- আশুলিয়ায় লাশ পোড়ানোর ‘মাস্টারমাইন্ড’ ওসি সায়েদ গ্রেপ্তার
- গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ, সেনাবাহিনী-পুলিশের গাড়িতে আগুন
- চট্টগ্রামে জুস তৈরির কারখানায় আগুন
- সাবেক মেয়র তাপসের নামে ১০০ কোটির সঞ্চয়পত্র