হজের খরচ কমতে পারে ৫০ হাজার টাকা
মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪ ১২:৪০ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪ ১২:৪০ পিএম
সিন্ডিকেট ভেঙে দিয়ে হজযাত্রার খরচ কমানোর ঘোষণা দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। কিন্তু টাকার বিপরীতে সৌদি রিয়ালের দর বেড়ে যাওয়ায় হজের খরচ খুব একটা কমছে না। সব মিলিয়ে ৫০ হাজার টাকার মতো হজের খরচ কমতে পারে বলে ধারণা করছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
মন্ত্রণালয় সূত্র জানায়, বিমানভাড়া কমিয়ে এবং হজযাত্রীদের সব ধরনের ভ্যাট-ট্যাক্স মওকুফ করে এবার হজের খরচ কমানোর পরিকল্পনা করা হয়েছে। কোনো বিশেষ প্যাকেজ না দিয়ে হজের সাধারণ দুটি প্যাকেজ ঘোষণা করা হবে।
২০২৪ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা এবং বিশেষ প্যাকেজ খরচ হয়েছিল ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। আর বেসরকারিভাবে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা এবং বিশেষ প্যাকেজের খরচ ছিল ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।
এর আগে, গতকাল সোমবার (২৮ অক্টোবর) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, এ বছর হজের খরচ কমানোর বিষয়টি নিশ্চিত করেন।
ধর্ম উপদেষ্টা বলেন, "আমরা অল্পদিনের জন্য দায়িত্ব পেয়েছি এবং হজের খরচ কমানোর জন্য দিন-রাত কাজ করছি। ২০২৫ সালের জুন মাসে অনুষ্ঠিতব্য হজে যাতে বাংলাদেশের হাজিরা সহজে অংশ নিতে পারেন এবং তাদের খরচ কম হয়, সে জন্য আমরা দুটি ভিন্ন ক্যাটাগরিতে হজ প্যাকেজ নির্ধারণ করেছি।"
ড. খালিদ হোসেন আরও জানান, মক্কায় হাজিদের অবস্থানের সুবিধার্থে একটি প্যাকেজে কাছাকাছি জায়গায় এবং অন্য প্যাকেজে আড়াই কিলোমিটার দূরে থাকার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ৮০ জন অভিজ্ঞ ডাক্তার, ২০০ জন নার্স এবং এক কোটি টাকার ওষুধ হাজিদের জন্য সরবরাহ করা হবে। তিনি জানান, তিনি নিজেও হজে উপস্থিত থাকবেন এবং হাজিদের কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করবেন।
হজ খরচ কমানোর জন্য মক্কা-মদিনার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে দেশে ফিরে বিমানের প্রতিনিধিদের সঙ্গে এবং এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানান ধর্ম উপদেষ্টা।
আরও পড়ুন
- মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন মিজানুর রহমান আজহারী
- বহিষ্কৃত চিন্ময়ের কর্মকাণ্ডের দায় নেবে না ইসকন
- মাওলানা সাদের উপস্থিতি নিশ্চিত করতে কাকরাইলে অনুসারীদের অবস্থান, যানজট সৃষ্টি
- সড়ক দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা মুহাম্মাদ সাইফুল্লাহ
- কাকরাইলে সাদপন্থিদের জামায়াত থেকে মহাসমাবেশের ডাক
- কাকরাইল মসজিদে অবস্থান নিলেন সাদপন্থীরা
- ওমরাহ পালনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি
- ইসলামি মহাসম্মেলন থেকে ওলামা-মাশায়েখের ৯ দফা দাবি