মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার দাপুটে জয়
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪ ১২:৪১ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪ ১২:৪১ পিএম
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ১০৬ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় অ্যাইডেন মার্করামের নেতৃত্বাধীন প্রোটিয়া দল, সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।
চতুর্থ দিনের শুরুতে বাংলাদেশের হাতে থাকা শেষ তিনটি উইকেট দ্রুত তুলে নেয় দক্ষিণ আফ্রিকার বোলাররা, ফলে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে লিড দাঁড়ায় মাত্র ১০৫ রানে।
জয়ের জন্য ১০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল। তাইজুল ইসলামের ঘূর্ণিতে তিনটি উইকেট পড়লেও প্রোটিয়াদের জয় সহজ করতে বাকি ব্যাটসম্যানরা দৃঢ়তার সঙ্গে ইনিংস সাজান। তাইজুলের বলের বিপরীতে খানিকটা চাপে পড়লেও প্রোটিয়া ব্যাটাররা ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়।
এ জয়ের ফলে দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেল। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর। বাংলাদেশের জন্য ম্যাচটি হবে সিরিজে সমতা ফেরানোর শেষ সুযোগ।
আরও পড়ুন
- মিরপুরে স্টেডিয়ামের টিকিট বুথে অগ্নিসংযোগ-ভাঙচুর
- ইতিহাস গড়া অস্ট্রেলিয়ান ব্যাটারের সাফল্যের নেপথ্যে বাংলাদেশি কোচ
- সেঞ্চুরিতে নতুন ইতিহাস গড়লেন জ্যোতি
- রাজধানীর যেসব সড়কে চলাচলের নির্দেশনা দিয়েছে ডিএমপি
- চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ ভারত!
- বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশের
- ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশের
- ৬ বছর পর উইন্ডিজের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়