মিয়ানমার থেকে এলো আরও ২০০ মেট্রিক টন পেঁয়াজ
মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪ ১১:১১ এএম | আপডেট: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪ ১১:১১ এএম
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে ২০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।
গতকাল সোমবার (২১ অক্টোবর) দুপুরে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে পেঁয়াজ ভর্তি একটি কার্গো জাহাজ টেকনাফ বন্দরে এসে নোঙর করে।
ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের ম্যানেজার সৈয়দ মো. আনোয়ার হোসেন জানান, মেসার্স ফারুক ট্রেডার্স এসব পেঁয়াজ আমদানি করেছে।
তিনি আরও বলেন, পেঁয়াজগুলো জাহাজ থেকে খালাস করার পর চট্টগ্রামের খাতুনগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে।
এর আগে বৃহস্পতিবার একই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রথম চালানে ৩৭৭ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। স্থলবন্দরের কাস্টমস সূত্র জানায়, ২০২৩ সালের নভেম্বর মাসের পর থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকার পর বৃহস্পতিবারই আসে প্রথম চালান।
স্থলবন্দরের কাস্টমস সূত্র জানায়, ২০২৩ সালের নভেম্বর মাসের পর থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল, কিন্তু বৃহস্পতিবার প্রথম চালানটি এসেছে।
টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার বিএম আব্দুল্লাহ আল মাসুম জানান, বিশাল একটি কার্গো জাহাজে পেঁয়াজসহ বিভিন্ন ধরনের পণ্য এসেছে। জাহাজটিতে ৩৩ হাজার ব্যাগ পেঁয়াজ, শুঁটকি মাছ, শুকনো সুপারিসহ অন্যান্য পণ্য রয়েছে। শুল্ক আদায় করার পর পেঁয়াজগুলো খালাস করে ট্রাকে ভর্তি করে দেশের বিভিন্ন শহরে সরবরাহ করা হবে।
আরও পড়ুন
- সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি বন্ধ করল বাংলাদেশ ব্যাংক
- বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম
- রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি আরও ভালো চলবে : গভর্নর
- পাঁচ ব্যাংকের লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ
- নির্বাচিত সরকার ছাড়া ব্যবসার পরিবেশের উন্নতি হবে না: ব্যবসায়ীদের অভিমত
- একদিনের ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম
- দেশের মোট রিজার্ভ ছাড়িয়েছে ৩২ মিলিয়ন ডলার
- ফের কমল সোনার দাম