স্বর্ণের দামে রেকর্ড, আজ থেকে কার্যকর
রবিবার, ২০ অক্টোবর, ২০২৪ ১১:০৭ এএম | আপডেট: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪ ১১:০৭ এএম
8.jpeg)
আবারও দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৪০ হাজার ৬১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। আজ রোববার থেকে বাজারে তা কার্যকর হবে।
গতকাল শনিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বৃদ্ধির এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের মূল্যবৃদ্ধি পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
এর আগে সর্বশেষ গত ২৮ সেপ্টেম্বর প্রতি ভরিতে এক হাজার ২৫৯ টাকা দাম কমিয়ে মূল্য নির্ধারণ করেছিল বাজুস।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৪০ হাজার ৬১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে এক লাখ ৩৩ হাজার ৭০৪ টাকা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ১৪ হাজার ৫৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৯৪ হাজার ১১৭ টাকা করা হয়েছে।
তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১০০ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৬ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন
- অর্থবছরের শেষ দিনে দেশের রিজার্ভের পরিমাণ ৩১.৬৮ বিলিয়ন ডলার
- চার প্রকল্পে বাংলাদেশকে ১৫ হাজার ৮৮৮ কোটি ঋণ দিলো এডিবি
- ইরান-ইসরায়েল সংঘাত : বিশ্ববাজারে বেড়ে চলেছে জ্বালানি তেলের দাম
- খেলাপি ঋণ বেড়ে ৪ লাখ ২০ হাজার কোটি টাকা
- বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- বাজেটে রাজনৈতিক দল ও জনগণের মতামত নেই : বিএনপি
- ২০২৫–২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন
- কমেছে অকটেন-পেট্রোল-ডিজেলের দাম, বেড়েছে কেরোসিনের