স্বর্ণের দামে রেকর্ড, আজ থেকে কার্যকর
রবিবার, ২০ অক্টোবর, ২০২৪ ১১:০৭ এএম | আপডেট: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪ ১১:০৭ এএম
আবারও দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৪০ হাজার ৬১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। আজ রোববার থেকে বাজারে তা কার্যকর হবে।
গতকাল শনিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বৃদ্ধির এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের মূল্যবৃদ্ধি পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
এর আগে সর্বশেষ গত ২৮ সেপ্টেম্বর প্রতি ভরিতে এক হাজার ২৫৯ টাকা দাম কমিয়ে মূল্য নির্ধারণ করেছিল বাজুস।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৪০ হাজার ৬১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে এক লাখ ৩৩ হাজার ৭০৪ টাকা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ১৪ হাজার ৫৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৯৪ হাজার ১১৭ টাকা করা হয়েছে।
তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১০০ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৬ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন
- কুষ্টিয়ায় চাল সংগ্রহের তালিকায় অস্তিত্বহীন ও বন্ধ মিল
- রেকর্ড ঋণ সহায়তার ঘোষণা বিশ্বব্যাংকের
- ফের বেড়েছে ডিম-ছোলা-তেলের দাম
- ১০তলা মার্কেট বানাতে আগুন লাগানো হয় বঙ্গবাজারে
- পাকিস্তান থেকে এবার ২৫ হাজার টন চিনি কিনছে বাংলাদেশ
- আদানির কাছ থেকে বিদ্যুৎ ক্রয় অর্ধেকে নামালো বাংলাদেশ
- নানামুখী সংকটে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা
- চোরতন্ত্রে পরিণত হয়েছিল সরকার : ড. দেবপ্রিয়