জবির বগুড়ার ছাত্র কল্যাণের আহ্বায়ক কমিটি’র নেতৃত্বে সৌরভ-মোছাদ্দির
রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:৪২ পিএম | আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:৪২ পিএম
বগুড়া জেলা ছাত্র কল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১৩ তম ব্যাচের দর্শন বিভাগের হাবিবুল্লাহ সৌরভকে আহবায়ক ও ১৪ তম ব্যাচের ব্যাচের গণযোগাযোগা ও সাংবাদিকতা বিভাগের মো: মোছাদ্দিরকে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) বগুড়া জেলা কল্যাণের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক'দের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠন করা হয়৷
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে তামজীদ ইমাম অর্নব ও যুগ্ম আহ্বায়ক হিসেবে রিমন খান, অপূর্ব কৃষ্ণ, সাজাদুল ইসলাম, তানভীরুল ইসলাম, সাজু সরকার, নূর নাহার ও সামিউজ্জোহা সাকিব কমিটিতে আছেন।
এছাড়াও সদস্য হিসেবে সুলতান মাহমুদ শুভ, সাজ্জাদুর রহমান, মশিউর রহমান, মিশাদ রহমান, ইশরাত জাহান বর্ন, আতিউর রহমান, নাজমুস সাদাত, আবদুল্লাহ আল মুকিত, জুনায়েদ হাসান, হাবিবুর রহমান, ফেরদাউস শেখ, মাহমুদ হাসান, অগ্রদ্রুতি আদি, আব্দুর রহমান, রাকিব হাসান, নওয়াজ শরিফ ও স্বর্গ এ কমিটিতে রয়েছে।
এর আগে উপদেষ্টাদের সিদ্ধান্তের ভিত্তিতে পূর্বের মেয়াদোত্তীর্ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
পরিচালনা পর্ষদের সার্বিক তত্ত্বাবধানে আছেন শাহাদাত হোসেন, ফারুক আল আব্দুল্লাহ, সামী সরকার, সাইদুজ্জামান সাইদী, মো: মাসুদুর রহমান, মো: তাফাজ্জুল বারী, সাফায়াত সিয়াম,পলাশ শুভ,তানভীর রহমান,পল্লব কুমার।
আরও পড়ুন
- ছাত্রদলের রাজনীতিতে মাদ্রাসা শিক্ষার্থীদের অংশীদারিত্ব থাকবে : নাছির
- সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষার্থীর মৃত্যুতে ছাত্রদলের শোক
- আবু সাঈদের শরীরে মিলেছে শর্টগানের গুলির চিহ্ন
- ১১২ দিন পর ঢাবিতে ক্লাস শুরু
- তোফাজ্জল হত্যা : অভিযুক্ত ৮ ঢাবি ছাত্র বহিষ্কার
- আবার বদলাচ্ছে পাঠ্যবই, থাকছে না শেখ হাসিনার ছবি
- সায়েন্সল্যাবে আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
- জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি বাতিল