কানপুর টেস্টে : তৃতীয় দিনের খেলা শুরু হবে সাড়ে ১২টায়
রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৭ পিএম | আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৭ পিএম
কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হবে আজ রোববার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায়। মূলত আগের দুই দিনের টানা বৃষ্টিতে ভেজা আউটফিল্ড খেলা উপযোগী করতেই দেরি। মাঠকর্মীরা দ্রুত মাঠ শুকাতে চেষ্টা করছেন।
গত শুক্রবার শুরু হওয়া বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচের প্রথম দুই দিনের প্রায় সবটাই গেছে বৃষ্টির পেটে। প্রথম দিন বল গড়ালেও দ্বিতীয় দিনে মাঠেই নামা হয়নি। খেলা শেষ হয়েছে নির্ধারিত সময়ের অনেক আগে। বৈরী আবহাওয়ায় খেলা হয়েছে নির্ধারিত সময়ের এক তৃতীয়াংশ থেকে একটু বেশি সময়। ওভারের হিসেবে যা মাত্র ৩৫ ওভার।
দ্বিতীয় দিনে শনিবার সাকিব-রোহিতরা মাঠে আসেন ঠিকই, তবে মাঠে নামা আর হয়নি। দ্রুতই ফিরে যান হোটেলে। মাঠে না নামায় সেই ৩৫ ওভারেই আটকে আছে খেলা।
তবে যতটা সময় খেলা হয়েছে, খুব একটা ভালো অবস্থানে নেই বাংলাদেশ। দিনের খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলতে পারে টাইগাররা। জাকির, সাদমানের সাথে হারিয়েছে অধিনায়ক শান্তর উইকেটও।
তবে আশার আলো হয়ে মুমিনুল হক এখনো আছেন মাঠে, সাথে আছেন মুশফিক। মুমিনুল ৪০ ও মুশফিক ৬ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করবেন। নতুন দিনে তাই তাদের দিকেই তাকিয়ে থাকবে সমর্থকরা।
আরও পড়ুন
- সাকিব আল হাসানের ব্যাংক হিসাব তলব
- ভারতের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
- ৩ বছর পর মুমিনুলের সেঞ্চুরি, ২০০ পেরোল বাংলাদেশ
- দুদিন পর কানপুর টেস্টের খেলা শুরু
- কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
- কানপুরে বৃষ্টি, খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা
- কানপুরে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
- টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন সাকিব