রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৩
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ১২:২০ পিএম | আপডেট: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ১২:২০ পিএম
রাজধানীর শুক্রাবাদ বাজার এলাকার একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুন লেগেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন, মোহাম্মদ টোটন (৩৫), তার স্ত্রী মোছা. নিপা আক্তার (৩০) ও তাদের ছেলে মো. বায়জিদ (৩)।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
পরে আহত অবস্থায় ওই তিনজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম বলেন, তিন বছরের শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। জানতে পেরেছি গ্যাস লিকেজ থেকে এই আগুনের ঘটনা ঘটেছে।
তিনি জানান, মো. টোটনের শরীরের ৫০ শতাংশ, নিপার শরীরের ৩২ শতাংশ ও তাদের শিশু সন্তান বাইজিদের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন
- কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
- নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৯৭ : আহত ৭৪৭
- দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
- নওগাঁয় ট্রেনে কাটাপড়ে বাবা ও মেয়ের মৃত্যু
- অক্টোবরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৭৫
- টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ৪
- পল্টনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- নারায়ণগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৭