কানপুরে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ১১:০১ এএম | আপডেট: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৩৫ এএম
অবশেষে ফুরিয়েছে অপেক্ষা। শুরু হয়েছে বৃষ্টি বাধায় থমকে থাকা কানপুর টেস্ট। নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর শুরু হচ্ছে দু’দলের লড়াই। টসে হেরে ব্যাট করবে বাংলাদেশ।
আজ শুক্রবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কানপুরে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বাড়তে থাকে খেলা শুরুর অপেক্ষা।
কানপুর টেস্টে বৃষ্টি শঙ্কা আগে থেকেই ছিল। জানা ছিল প্রথম দু’দিন ভোগাতে পারে বৃষ্টি। হয়েছেও তাই। ভেজা আউটফিল্ডের কারণে প্রায় এক ঘণ্টা বিলম্ব হয় খেলা শুরু হতে।
অবশেষে সকাল ১০টায় মাঠ পরিদর্শন শেষে আম্পায়াররা বেলা ১১টায় খেলা শুরুর অনুমতি দেন। জানান, সাড়ে ১০টায় হবে টস। হয়েছেও তাই, টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠিয়েছেন ভারত অধিনায়ক।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। একাদশে নেই তাসকিন আহমেদ ও নাহিদ রানা। তাদের বদলে এসেছেন খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম।
বাংলাদেশ একাদশ : জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
আরও পড়ুন
- সাকিব আল হাসানের ব্যাংক হিসাব তলব
- ভারতের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
- ৩ বছর পর মুমিনুলের সেঞ্চুরি, ২০০ পেরোল বাংলাদেশ
- দুদিন পর কানপুর টেস্টের খেলা শুরু
- কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
- কানপুর টেস্টে : তৃতীয় দিনের খেলা শুরু হবে সাড়ে ১২টায়
- কানপুরে বৃষ্টি, খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা
- টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন সাকিব