সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষার্থীর মৃত্যুতে ছাত্রদলের শোক
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:২৮ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:২৮ পিএম
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনির হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এ মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এক শোক বার্তায় সংগঠনটির আহবায়ক সাহেদ আহমেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন এ মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। এছাড়াও নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জানা গেছে, নিহত মনির কুষ্টিয়ার কুমারখালি উপজেলার বেল্লাল হোসেনের ছেলে।
উল্লেখ, গতকাল দুপুর দুইটার পর ক্লাস শেষে সিএনজিতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মনির। পরে বিকেল পৌনে ৩টার দিকে কুষ্টিয়ার চৌড়হাস এলাকায় সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে তার মাথায় মারাত্মকভাবে জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে বিকেল পৌনে ৪টার দিকে অপারেশন থিয়েটারে মৃত্যুবরণ করেন তিনি।
ইবি প্রতিনিধি : ই এইচ ফারহান
আরও পড়ুন
- এসএসসি পরীক্ষা শুরু ১০ এপ্রিল
- রাবিতে পোষ্য কোটা বহাল রাখার প্রতিবাদে মানববন্ধন
- ঢাবিতে পোষ্য ও খেলোয়াড় কোটা কেন বাতিল নয় : হাইকোর্ট
- প্রাথমিকে থাকছে না পোষ্য কোটা : উপদেষ্টা
- সংকট কাটিয়ে সম্ভাবনার নতুন স্বপ্ন রাকসু ঘিরে
- ৪৭ বিসিএসের আবেদন শুরু ১০ ডিসেম্বর, শূন্যপদ ৩৬৮৮
- বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
- ৫ বিসিএসে নিয়োগ পাবে ১৮ হাজার ১৪৯ জন