মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারী পোশাকশ্রমিকসহ নিহত ৩
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ১২:২০ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ১২:২০ পিএম
মানিকগঞ্জে পোশাক শ্রমিকদের বহনকারী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন নারী শ্রমিক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বোয়ালী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।
নিহতরা হলো শিবালয় উপজেলার সমেজ ঘর গ্রামের মো: ইকবাল হোসেনের স্ত্রী বৃথী আক্তার (২৮), মো: সাব্বির হোসেনের স্ত্রী সাবিনা আক্তার(২৬) ও আব্দুল বাতেন শেখের স্ত্রী ফুলি বেগম (৩১)। তারা সবাই একটি পোশাক তৈরি কারখানায় চাকুরি করেন।
বরংগাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে গার্মেন্টস কর্মীবাহী বাসটি মানিকগঞ্জ যাচ্ছিল। পথে ঢাকা-আরিচা মহাসড়কের বোয়ালী ব্রিজ এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ওই বাসের সংঘর্ষ। এতে বাসের সামনের অংশ দুমরে-মুচরে যায়। এ সময় ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে সাবিনা আক্তার নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর বৃথী আক্তার ও ফুলি বেগম নামে আরো দুজন মারা যান।
বরংগাইল হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো.আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আর আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধিন।
এ বিষয়ে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাম্মী আক্তার জানান, হাসপাতালে এ পর্যন্ত ২০ জনকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তবে হাসপাতালে আনার আগেই দুই নারী পোশাকশ্রমিক মারা গেছেন।
আরও পড়ুন
- জামালপুরে ট্রাক চাপায় জামায়াতের নেতাসহ তিন জন নিহত
- কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল ৪ শিক্ষার্থীর
- রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৩
- রাজধানীতে কাভার্ডভ্যানে অটোরিকশার ধাক্কায় শিশুসহ ৫ জন নিহত
- সিরাজগঞ্জে মাইক্রোবাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬
- সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণ
- সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক পরিবাররে ৪ জন নিহত
- বগুড়ায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪