শ্রমিক বিক্ষোভের জেরে ৬০ কারখানায় ছুটি ঘোষণা
বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:৪৩ পিএম | আপডেট: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:৫৫ পিএম
সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ার অন্তত ৬০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত সড়কের উভয়পাশের এসব কারখানা ছুটি ঘোষণা করা হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
বুধবার সকালে আশুলিয়ার বিভিন্ন কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও কাজ না করে বিভিন্ন দাবি আদায়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে কর্তৃপক্ষ একে একে কারখানাগুলো ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।
জানা যায়, সকাল সাড়ে ১১ টার দিকে আব্দুল্লাহ্পুর-বাইপাইল সড়কের বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত দেখা যায়, কারখানাগুলো বন্ধ করে ছুটি ঘোষণা করা হলেও শ্রমিকরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে। ফলে বাইপাইল আব্দুল্লাহপুর সড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের। ভোগান্তিতে পড়ে সড়কটি ব্যবহারকারী সাধারণ যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে শিল্প পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা।
শিল্প পুলিশের-১ পুলিশ সুপার মো. সারোয়ার আলম গণমাধ্যমকে বলেন, শ্রমিকদের বিক্ষোভের মুখে হামীম গ্রুপ , শারমীনসহ অন্তত ৬০টি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা কাজ করছে।
এদিকে শ্রমিকরা বলছেন, কোনো অবস্থাতেই আমরা আন্দোলন কিংবা বিক্ষোভ করতে চাই না। কারখানাগুলো বন্ধ করে দেওয়া হোক সেটিও আমরা চাই না। আমাদের দাবি-দাওয়াগুলো মেনে নিয়ে কাজের পরিবেশ নিশ্চিত করা হোক। আমরা কাজে ফিরতে চাই।
আরও পড়ুন
- ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও তার স্ত্রী লায়লা গ্রেপ্তার
- পঞ্চগড় তাপমাত্রা নেমে ৯ ডিগ্রি, শৈতপ্রবাহে বিপাকে মানুষ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, দুর্ভগে যাত্রীরা
- রাজশাহীতে বগি লাইনচ্যুত, সারাদেশের সাথে যোগাযোগ বন্ধ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, যাত্রীদের ভোগান্তি
- শরীয়তপুরে থানা থেকে ওসির ঝুলন্ত লাশ উদ্ধার
- সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে বিস্ফোরণ, আগুনে পুড়ে নিহত ৪