সচিবদের সঙ্গে প্রথম বৈঠকে প্রধান উপদেষ্টা
বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৩১ পিএম | আপডেট: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৩১ পিএম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছেন সচিবরা।
আজ বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠক করছেন সরকারপ্রধান।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে জনপ্রশাসনের ভূমিকার বিষয়টি রাখা হয়েছে সভার আলোচ্যসূচিতে। এছাড়া দেশের সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন সরকারপ্রধান।
সচিব পর্যায়ে একাধিক কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রণালয়গুলো কীভাবে গতিশীল করা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ গুম-খুন নিয়ে আলোচনা হতে পারে। সেই সঙ্গে সরকারের চিন্তা-ভাবনা নিয়ে সচিবদের সঙ্গে মতবিনিময় হতে পারে। এছাড়া দুর্নীতি কীভাবে রোধ করা যাবে, তা নিয়ে সচিবদের মতামত চাওয়া হবে। দুর্নীতি নিয়ে দেওয়া হবে কঠোর বার্তা।
আরও পড়ুন
- ডিসি নিয়োগ নিয়ে আজও উত্তপ্ত সচিবালয়
- ট্রাক ড্রাইভার শহীদ নুরু ও রিক্সা চালক শহীদ ইমনের পরিবারের পাশে তারেক রহমান
- আরও ৩৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
- সীমান্ত হত্যা বন্ধের ব্যবস্থা নিতে আদেশ দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূল কারণ ছিল ঘুষ-দুর্নীতি : স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকাসহ ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
- ১ অক্টোবর থেকে পলিথিন নিষিদ্ধ
- ‘গুলিতে নিহতদের মৃত্যু সনদ পরিবর্তনের নির্দেশ ছিল’