সচিবদের সঙ্গে প্রথম বৈঠকে প্রধান উপদেষ্টা
বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৩১ পিএম | আপডেট: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৩১ পিএম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছেন সচিবরা।
আজ বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠক করছেন সরকারপ্রধান।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে জনপ্রশাসনের ভূমিকার বিষয়টি রাখা হয়েছে সভার আলোচ্যসূচিতে। এছাড়া দেশের সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন সরকারপ্রধান।
সচিব পর্যায়ে একাধিক কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রণালয়গুলো কীভাবে গতিশীল করা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ গুম-খুন নিয়ে আলোচনা হতে পারে। সেই সঙ্গে সরকারের চিন্তা-ভাবনা নিয়ে সচিবদের সঙ্গে মতবিনিময় হতে পারে। এছাড়া দুর্নীতি কীভাবে রোধ করা যাবে, তা নিয়ে সচিবদের মতামত চাওয়া হবে। দুর্নীতি নিয়ে দেওয়া হবে কঠোর বার্তা।
আরও পড়ুন
- ফ্যাসিবাদের পক্ষে লিখলে আমরা সেই কলম ভেঙে দেব : হাসনাত আবদুল্লাহ
- প্লট দুর্নীতির ঘটনায় হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা
- বাতিল হলো পিএসসির ৬ সদস্যের নিয়োগ
- লন্ডনে খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুতই উন্নতি হচ্ছে
- সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল
- আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বকালের সেরা : প্রধান উপদেষ্টা
- সীমান্তের ১৫০ গজের মধ্যে বেড়া নির্মাণ করতে পারবে না ভারত : স্বরাষ্ট্র উপদেষ্টা
- ক্লিনিক থেকেই দেশবাশীর খোঁজখবর জানতে চাইলন খালেদা জিয়া