কারাগারে থাকা ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করল দুবাই প্রেসিডেন্ট
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪ ০৪:০৮ পিএম | আপডেট: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪ ০৪:০৯ পিএম
সংযুক্ত আরব আমিরাতের (দুবাই) ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হওয়া ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। শিগগিরই তাদের বাংলাদেশে পাঠানো হবে।
আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ কথা জানান।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে দুবাইয়ে বিক্ষোভ করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫৭ বাংলাদেশিকে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন দেশটির আদালত।
বাংলাদেশের কোটা আন্দোলনের সমর্থনে আমিরাতের বেশ কয়েকটি রাস্তায় বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা। ওই সময় তারা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে যে কোনো ধরনের বিক্ষোভ অবৈধ। সেখানে যে কোনো ধরনের বিক্ষোভ মিছিলের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থানে থাকে দেশটি। বাংলাদেশি বিক্ষোভকারীদের বিরুদ্ধে ‘দাঙ্গায় উসকানি ও জড়ো হওয়ার’ অপরাধে মামলা করা হয়েছিলো।
অভিযুক্তদের অন্তত তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর ও একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আমিরাতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ডব্লিউএএম জানায়, কারাদণ্ড ভোগের পর তাদের নিজ দেশে প্রত্যাবাসন করা হবে।
আরও পড়ুন
- টিউলিপের স্থলে নিয়োগ পেলেন এমা রেনল্ডস
- গ্রেপ্তার হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন
- ইসরায়েল-ফিলিস্তিনের মধ্য ৪২ দিনের যুদ্ধবিরতি চুক্তি
- জাপানে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা
- ভারতীয় হাই কমিশনকে তলবের পরেই বাংলাদেশি কমিশনকে তলব দিল্লির
- লস অ্যাঞ্জেলেসে দাবানলে প্রাণহানি বেড়ে ২৪, জরুরি সতর্কতা জারি
- তেজগাঁওয়ে বাস্ট্যান্ডে লাগা আগুন নিয়ন্ত্রণে, পুড়ল ছয়টি ট্রাক
- তেজগাঁওয়ে বাস্ট্যান্ডে লাগা আগুন নিয়ন্ত্রণে, পুড়ল ছয়টি ট্রাক