মুশফিক-মিরাজের শতরানের জুটিতে লিডে বাংলাদেশ
শনিবার, ২৪ আগস্ট, ২০২৪ ০৪:১০ পিএম | আপডেট: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪ ০৪:১২ পিএম

মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের ব্যাটিং দৃঢ়তায় পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে লিড নিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে শতরানের জুটি গড়েছেন দুজন।
আজ শনিবার (২৪ আগস্ট) চতুর্থ দিনে মুশফিক-মিরাজের অবিচ্ছিন্ন ১১৮ রানের জুটিতে লিড নিশ্চিত হয় বাংলাদেশের।
এর আগে লিটন দাসের সঙ্গে ১১৪ রানের জুটি গড়েছিলেন মুশফিক। এই লিড নেওয়ার পথে ২১ বছর পর পাকিস্তানের মাটিতে তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে শতক করেন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১১তম শতক।
এর আগে সাদমান ইসলাম (৯৩), লিটন দাস (৫৬) ও মুমিনুল হকের (৫০) অর্ধশতক করেন।
চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ১৩৭তম ওভারে লিড পায় টাইগাররা।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪৪৮ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান।
আরও পড়ুন
- ব্যাট হাতে ইতিহাস গড়লেন লিটন
- অবসরের ঘোষণা দিলেন মিচেল স্টার্ক
- বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা তামিমের
- নেইমারকে ছাড়াই ব্রাজিল দল ঘোষণা
- আরাফাত রহমান কোকো: এক নিভৃতচারী অমর ক্রীড়াশিল্পী : ড. মোর্শেদ হাসান খান
- এমবাপ্পেই পাচ্ছেন রিয়ালের ১০ নম্বর জার্সি
- সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
- পাকিস্তানকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু টাইগারদের