জাবিতে শিক্ষার্থীদের উপর গুলি-টিয়ারশেল নিক্ষেপ, আহত ৮০
বুধবার, ১৭ জুলাই, ২০২৪ ০৭:৫৯ পিএম | আপডেট: বুধবার, ১৭ জুলাই, ২০২৪ ০৭:৫৯ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে ১০ জন শিক্ষার্থী গুলিবিদ্ধসহ অন্তত ৮০ জন আহত হয়েছে। আজ সোয়া ৫টায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শহীদ মিনার ও নতুন রেজিস্ট্রার ভবনের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
এর আগে দুপুর ১২টায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রশাসন। ঘোষণা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা নতুন রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আমরা শান্তিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দাবি জানিয়ে আসছি। ক্যাম্পাসের অভ্যন্তরে পুলিশ ডেকে হামলা করাটা ন্যাক্কারজনক।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি নূরুল আলম, প্র-ভিসিসহ অন্যান্যদের ফোন দিলেও তারা রিসিভ করেননি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলমগীর কবির বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাওয়া আমার পক্ষে সম্ভব না।
আরও পড়ুন
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু
- রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি : ভিপি পদপ্রার্থী আবিদুল
- ডাকসু নির্বাচন : নিরাপত্তার চাদরে ডাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
- ভোটের পরিবেশ সামগ্রিকভাবে ভালো : জিএস পদপ্রার্থী হামিম
- ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- পরীক্ষার ফরম পূরণে আর্থিক সহায়তা দিলেন ছাত্রদল নেতা সূর্য
- মরহুম এম. সাইফুর রহমানকে সিকৃবি ভাইস-চ্যান্সেলরের সম্মাননা স্মারক প্রদান
- ডাকসু নির্বাচন প্রচারণার শেষ দিন আজ